সাতসকালে তৃণমূলের চিকিৎসক-নেতার একাধিক ঠিকানায় ইডি হানা, নজরে বাংলো বাড়ি

কলকাতা: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় সকাল থেকে অ্যাকশন মোডে ইডি। একযোগে শহরের ছ’টি জায়গায় তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সাত সকালে তৃণমূল বিধায়ক…

Sudipta Roy investigation

কলকাতা: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় সকাল থেকে অ্যাকশন মোডে ইডি। একযোগে শহরের ছ’টি জায়গায় তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সাত সকালে তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়ের উত্তর কলকাতার সিঁথির বাড়ি ও নার্সিংহোমে হান দেন তদন্তকারী অফিসাররা। বালিগঞ্জ সার্কুলার রোডে এক ঔষধ ব্যবসায়ীর বাড়িতেও হানা দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷

আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার তদন্তে নেমে উঠে আসে হাসপাতালে ব্যপক দুর্নীতির অভিযোগ৷ আদালতের নির্দেশে শুরু হয় তদন্ত।গত বৃহস্পতিবার বিটি রোডে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা তল্লাশি চালায় সিবিআই। অফিসারদের একটি দল গিয়েছিল নার্সিংহোমেও। মঙ্গলবার অ্যাকশনে নামল ইডি৷ তাঁর একাধিক ঠিকানায় হানা দিল তদন্তকারী অফিসারদের দল৷ সকাল ৬পৌনে সাতটা নাগাদ ইডির আধিকারিকরা তিন ভাগে ভাগ হয়ে পৌঁছে যান তৃণমূল বিধায়কের তিন ঠিকানায়। কলকাতার বাড়ি হাসপাতালের পাশাপাশি হুগলির দাদপুরের দাঁড়পুর গ্রামে সুদীপ্ত রায়ের বাংলোতেও শুরু হয়েছে ইডি অভিযান৷

এই বাংলোয় কারা কার আসতেন, এখানে কী চলত, তা বিস্তারিত ভাবে খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা। স্থানীয়রা জানিয়েছেন, ২৫ ডিসেম্বর, ১ জানুয়ারির মতো বিশেষ দিনগুলোতে এই বাংলোয় দল বেঁধে ভিআইপি-রা আসতেন। সেখানে পার্টির আয়োজন করতেন সুদীপ্ত।

আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ছিলেন শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের তালিকায় নাম রয়েছে তাঁর৷