রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না নোবেলজী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না নোবেলজী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

d74612d1ab9bb6760c8d4a61d05fcba0

কলকাতা: রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না নোবেলজী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ পরিবার সূত্রে খবর, বর্তমানে বিদেশে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ এখন দেশে ফিরছেন না তিনি৷ শুধু কী দেশে না ফেরাটাই কারণ? নাকি অন্য কোনও যুক্তি রয়েছে এর নেপথ্যে৷ সে বিষয়ে পরিবারের তরফে কিছু খোলসা করা হয়নি৷ ফলে কারণ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে৷

আরও পড়ুন- ব্যাঙ্কশাল কোর্টে তোলা হল অর্পিতাকে, টাকার উৎস নিয়ে মুখে কুলুপ ‘পার্থ ঘনিষ্ঠ’র

সোমবার রাজ্য সরকারের তরফ থেকে সর্বোচ্চ সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা রয়েছে৷ সূত্রের খবর, অমর্ত্য সেনের পাশাপাশি নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কেও এদিন সম্মান প্রদানের কথা। অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য অমর্ত্যকে পুরষ্কৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে৷ কিন্তু, এই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে, অমর্ত্যর পরিবারের তরফে জানিয়ে দেওয়া হল যে, তিনি রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মান নিচ্ছেন না। তিনি এখন বিদেশে রয়েছেন৷ কিন্তু, প্রশ্ন উঠেছে বিদেশে থাকলেও ভার্চুয়াল মাধ্যমে সম্মানগ্রহণ করতেই পারতেন নোবেলজয়ী অর্থনীতিবিদ! কেন সেটা করলেন না? ফলে তাঁর এই সম্মান এড়িয়ে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷ 

 এদিকে, এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদে ২১ কোটি ৯০ লক্ষ টাকা নগদ ও ৭৬ লক্ষ টাকার গহনা উদ্ধার হয়েছে। তার পরই অমর্ত্য এবং অভিজিৎ বিনায়কদের বঙ্গবিভূষণ সম্মান বয়কট করার ডাক দেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তার পরই অমর্ত্য সেন বঙ্গবিভূষণ নিচ্ছেন না বলে পরিবারের তরফে জানানো হয়। 

গতকাল সুর চড়িয়ে সুজন বলেছিলেন, বঙ্গদূষণের দায়ে অভিযুক্ত যে সরকার, বঙ্গবিভূষণ দেওয়ার অধিকার তাঁদের নেই৷ তাঁর আবেদন ছিল, দয়া করে আপনারা বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ বয়কট করুন৷