মুখ্যমন্ত্রীকে শো-কজ করল নির্বাচন কমিশন

মুখ্যমন্ত্রীকে শো-কজ করল নির্বাচন কমিশন

কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করল নির্বাচন কমিশন। ৩ এপ্রিল হুগলির তারকেশ্বর একটি রাজনৈতিক জনসভায়।আদর্শ আচরণ বিধি ভেঙে বিশেষ সম্প্রদায়কে তাদের ভোট ভাগ না করে তৃণমূলকে দেওয়ার আবেদন জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভির নেতৃত্বে এক প্রতিনিধি দল দিল্লিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে ছিলেন। সেই অভিযোগ খতিয়ে দেখে কমিশন আগামী দুই দিনের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে বিস্তারিত জানতে চেয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি নির্বাচন কমিশনে অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোটারদের ভয় দেখাচ্ছেন তা নয়, কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দিচ্ছেন যারা বাংলায় স্বচ্ছ এবং স্বাভাবিক ভোট করাতে গিয়েছেন। ভোটারদের ভয় দেখানো হচ্ছে এই বলে, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তাদের সঙ্গে কি হবে। এর পাশাপাশি তিনি আরো মন্তব্য করেন, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলছেন শুধুমাত্র মুসলিমরা ভোট দিতে পারবে! পশ্চিমবঙ্গে নির্বাচনী আদর্শ আচরণ বিধি অমান্য করা হচ্ছে বারবার। সেই কারণে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয় যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়। সেই প্রেক্ষিতেই এবার শো-কজ করা হল তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে। 

উল্লেখ্য, জনসভা করে একাধিকবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে আক্রমণ করে মন্তব্য করেছেন। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীকে নিশানায় এনে তিনি দাবি করেছেন যে বিজেপি তাদের গাড়ি থেকে টাকা বিলি করছে এবং ভোট লুট করার চেষ্টা করছে বাংলায়। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে এই সব কার্যকলাপ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 3 =