কলকাতা: ভবানীপুর উপনির্বাচনে যাতে প্রাকৃতিক দুর্যোগে ভোটারদের কোনও সমস্যা না হয় সেই নিয়ে তৎপর নির্বাচন কমিশন। প্রাকৃতিক দুর্যোগে ভোট দিতে যেতে না পারলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। তাদের নির্দিষ্ট পোর্টালের জানালেই নির্দিষ্ট ওই ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে তারা। এমনটাই জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।
আরও পড়ুন- আবার ১০০ পার কলকাতার সংক্রমণ! চিন্তা বাড়াচ্ছে আরও দুই জেলা
ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের কারণে বিগত কয়েক দিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে শহর তথা রাজ্যে। বিভিন্ন এলাকায় এখনও জলমগ্ন এবং সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। তার মধ্যে ভবানীপুরে উপনির্বাচন সংঘটিত হতে চলেছে আগামীকাল। বৃষ্টি থামার কোন লক্ষণ নেই কিন্তু আগামীকাল ভোট দিতে যেতে হবে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে প্রাকৃতিক বিপর্যয় কেউ যদি ভোট দিতে না যেতে পারেন তাহলে তার ভোটের কী হবে। এই জায়গাতেই পদক্ষেপ নিতে তৎপর নির্বাচন কমিশন। তাদের পোর্টালে যদি কেউ জানান যে তিনি প্রাকৃতিক দুর্যোগের কারণে ভোট দিতে যেতে পারছেন না তাহলে ব্যবস্থা নেবে তারা। ওই ভোটারকে নির্দিষ্ট ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে নির্বাচন কমিশন নিজেই। এখানেই শেষ নয়, ভোট দেওয়ার পর সেই ভোটারকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে তাদের তরফেই। এর পাশাপাশি আবহাওয়া দফতরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে নির্বাচন কমিশন যাতে আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তারা কাজ করতে পারে। এদিকে ভোট কেন্দ্রগুলোতে পাম্পের ব্যবস্থা করা হয়েছে যাতে দ্রুত জল বের করে দেওয়া সম্ভব হয়।
আরও পড়ুন- পিএসি-র চেয়ারম্যান পদে কি মুকুলই? সিদ্ধান্ত নিতে হবে অধ্যক্ষকে, নির্দেশ হাইকোর্টের
মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা সহ উপকূলবর্তী জেলাগুলিতে৷ বুধবার সকাল থেকেও অবিরাম বৃষ্টি হয়ে চলেছে৷ নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টা অবস্থার পরিবর্তন হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ আজ পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া ও পুরুলিয়ার কিছু জায়গাতেও৷