কলকাতা: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনা নিয়ে রাজ্য সরকার আজ মুখ্য নির্বাচনি আধিকারিকের কাছে রিপোর্ট জমা দিয়েছে৷ রজ্যের তরফে মুখ বন্ধ খামে রিপোর্ট দেওয়া হয়েছে বলে খবর৷ অতিরিক্ত মুখ্য নির্বাচনি আধিকারিক সঞ্জয় বসু সেই রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছেন৷ রিপোর্ট খতিয়ে দেখে কমিশন যেমন নির্দেশ দেবে সেই মতো কাজ হবে বলে তিনি জানান৷
এদিকে দ্বিতীয় দফায় আগামী পয়লা এপ্রিল চার জেলার যে ৩০টি আসনে ভোট নেওয়া হবে সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ ছিল শেষ দিন৷ গতকাল পর্যন্ত এই আসনগুলিতে ১৪৩টি মনোনয়ন জমা পড়েছে বলে তিনি জানিয়েছেন৷ তার মধ্যে তৃণমূল কংগ্রেস ৩০, বিজেপি ২৪, সিপিএম ১৫, ভারতীয় জাতীয় কংগ্রেসের ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন৷ গত ২৬ ফেব্রুয়ারি থেকে ৭৭ কোটি ৭৪ লক্ষ টাকার মাদক ও অবৈধ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে সঞ্জয়বাবু জানান৷
অন্যদিকে, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজিপি নীরাজনয়ানকে রাজ্যপাল জগদীপ ধনকর আজ রাজভবন এ ডেকে পাঠান৷ বিকেলে মুখ্যসচিব এবং ডিজি দু’জনে বিকেলে রাজভবন গিয়েছিলেন৷ প্রায় এক ঘণ্টা তাঁদের মধ্যে কথা হয়৷ ওই বৈঠক এ রাজ্যপালের অতিরিক্ত মুখ্যসচিব সুনীল গুপ্তাও উপস্থিত ছিলেন৷ কী নিয়ে কথা হয়েছে, সে বিষয়ে কোনও পক্ষই কিছু জানাননি৷ তবে সূত্রের খবর, রাজ্যপাল আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে দেখতে যাওয়ার সময় তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল কেন? এমন পরিস্থিতিতে তাঁকে পড়তে হল কেন? তারই ব্যাখ্যা চেয়েছেন রাজ্যপাল৷
একই সঙ্গে কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার নির্বাচনে দাঁড়াতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷ এবিষয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচনি আধিকারিক সঞ্জয় বসু আজ জানান, তার মনোনয়ন পত্রটি ত্রুটিপূর্ণ থাকায় নির্বাচন কমিশন তা বাতিল করলেও প্রার্থী আদালতে আবেদন জানান৷ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কমিশনের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কমিশন ডিভিশন বেঞ্চে গেলে আদালত আজ কমিশনের সিদ্ধান্ত বহাল রাখায় ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷