নন্দীগ্রামের ঘটনায় সাবধানে পা ফেলতে চাইছেন নির্বাচন কমিশন, রিপোর্টের অপেক্ষায় এডিজি

নন্দীগ্রামের ঘটনায় সাবধানে পা ফেলতে চাইছেন নির্বাচন কমিশন, রিপোর্টের অপেক্ষায় এডিজি

38041be3cb83321f641db6e6ae5e4f29

কলকাতা: নন্দীগ্রামের ঘটনায় সাবধানে পা ফেলতে চাইছেন নির্বাচন কমিশন। পুলিশ আধিকারিকদের সতর্ক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার আরিজ আফতাব।

আরও পড়ুন-  নিরাপত্তা সত্ত্বেও কীভাবে আক্রান্ত মুখ্যমন্ত্রী? মমতাকে দেখে এসে প্রশ্ন তুললেন বিজেপি নেতৃত্ব

গতকালের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে ভিভিআইপি-দের নিরাপত্তার ক্ষেত্রে যাতে কোনও খামতি না থাকে, সেই নির্দেশ দেওয়া হয়েছে৷ রাজ্যের প্রথম দফা নির্বাচনের আগে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন তিনি৷ 

এই ঘটনায়, এডিজি আইন-শৃঙ্খলা জগমোহন বলেন, ‘‘রিপোর্ট না আসা পর্যন্ত কোনও কিছু বলা সম্ভব নয়৷  রিপোর্ট আসার পরই পদক্ষেপ করা হবে৷ এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি৷’’ এই বিষয়ে  রাজ্যের মুখ্য সচিব এবং নির্বাচনে আসা দুই বিশেষ পর্যবেক্ষকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ১২ মার্চ বিকেল ৫টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট দিতে বলা হয়েছে৷  

প্রসঙ্গত, গতকাল নন্দীগ্রামে বিরুলিয়া বাজারে আক্রান্ত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর অভিযোগ ছিল, তার-পাঁচ জন ইচ্ছে করে তাঁকে ধাক্কা মেরেছে৷ চক্রান্ত করেই এটা করা হয়েছে৷ সে কারণেই তিনি আঘাত পেয়েছেন৷ এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে৷ বৃহস্পতিবার সকালেই বিরুলিয়া পৌঁছন জেলা শাসক বিভু গোয়েল এবং পুলিশ সুপার প্রবীণ প্রধান৷ স্থানীয় মানুষ ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদও করেন তাঁরা৷ তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড় ছিল বলে স্পষ্ট ভাবে কিছু দেখা যায়নি৷ তবে মুখ্যমন্ত্রী গাড়ির বনেটে দাঁড়িয়ে সকলকে নমস্কার করছিলেন৷ সেই অবস্থাতেই ধীর গতিতে এগোচ্ছিল তাঁর গাড়ি৷ সেই সময় রাস্তায় থাকা দুটি লোহার পিলারে গাড়ির দরজায় ধাক্কা লাগে৷ তার উপর ছিল মানুষের ভিড়৷ যে কারণেই দরজা চেপে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী৷ 

আরও পড়ুন- অপরাধে হাত পাকিয়ে MLA হয়েছেন কত নেতা? দেখুন প্রায় ২ দশকের রিপোর্ট!

এসএসকেএম-এর উডবার্ন ইউনিটে চিকিৎসা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড৷ তবে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ হাসপাতাল থেকে সকলকে সংযত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *