ইভিএম কারচুপির অভিযোগ খারিজ কমিশনের, আগুন জ্বালিয়ে তৃণমূলের বিক্ষোভ

ইভিএম কারচুপির অভিযোগ খারিজ কমিশনের, আগুন জ্বালিয়ে তৃণমূলের বিক্ষোভ

কলকাতা: দক্ষিণ কাঁথিতে ভোটগ্রহণ পর্বের সময় চাঞ্চল্যকর অভিযোগ তোলেন ভোট দাতাদের একাংশ। তারা অভিযোগ জানান যে তৃণমূল কংগ্রেসের ভোট দিলে সেই ভোট গিয়ে পড়ছে বিজেপিতে! যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভাবে খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে যেই দুই কেন্দ্রে এই অভিযোগ উঠেছিল, সেখানে পুনরায় শুরু হয়েছে ভোট গ্রহণ। যদিও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানার পরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। 

ভোট দাতাদের একাংশের অভিযোগ ছিল, ইভিএমে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে সেই ভোট গিয়ে পড়ছে বিজেপিতে। এই প্রেক্ষিতে আপাতত ভোট বন্ধ রাখা হয়েছে সেখানে, ভোটকেন্দ্রের দরজাও বন্ধ এবং বুথের বাইরে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। অধিকাংশের দাবি, ভোট প্রক্রিয়া আবার পুনরায় শুরু করতে হবে কারণ তারা যে দলকে ভোট দিয়েছেন সেই দলে তাদের ভোট না দিয়ে অন্য দলে পড়েছে। এইভাবে কেন ভোট দান অব্যাহত রাখা হবে সেই নিয়ে প্রশ্ন তুলছেন তারা। যদিও এই ঘটনায় প্রিসাইডিং অফিসার দাবি করছেন, ভোটাররা ভিভিপাট দেখেও অভিযোগ তুলছেন যেটা সম্ভব নয়।

এদিন শুরুতেই পূর্ব মেদিনীপুরের একাধিক বুথে ইভিএম বিকলের ঘটনা ঘটেছে। জায়গায় জায়গায় ভোট প্রদান বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। এদিকে নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন অধিকারী জানিয়েছেন, জেলায় একাধিক জায়গায় ভোট শুরুর সময় থেকে ইভিএম সমস্যা হচ্ছিল, কিন্তু নির্বাচন কমিশন ব্যাপারটিতে হস্তক্ষেপ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − fifteen =