কলকাতা: করোনা আবহে বাংলায় চলছে ৮ দফায় নির্বাচন৷ ২ মে ফল ঘোষণা৷ কিন্তু, ফলাফল ঘোষণা হওয়ার পর ১১ দিন পর ফের বাংলায় দু’টি বিধানসভা কেন্দ্র ভোট করাতে চলেছে কমিশন৷ নির্বাচন কমিশনের তরফে জারি করা ভোটের সূচির বিরুদ্ধে এবার সরব সংযুক্ত মোর্চা৷
প্রার্থী মৃত্যুর কারণে মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচন স্থগিত রেখেছিল নির্বাচন কমিশন৷ ওই দুই কেন্দ্রে আগামী ১৩ মে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন৷ কিন্তু, স্থগিত হওয়া দুই কেন্দ্রে ভোটের দিনক্ষণ নিয়ে প্রশ্ন সংযুক্ত মোর্চার৷ সিপিএম নেতা রবীন দেবের নেতৃত্বে মোর্চার এক প্রতিনিধি দল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে বলেন, ১৩ অথবা ১৪ তারিখে ইদ হওয়ার সম্ভাবনা রয়েছে৷ সেই কারণে ওই দিন দুই কেন্দ্রে নির্বাচনসূচি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে তারা কমিশনে একটি স্মারকলিপি জমা দিয়েছেন৷ এছাড়াও যারা নির্বাচনের কাজে যুক্ত, তাদের কাছে পোস্টাল ব্যালট ঠিকভাবে পৌঁছাচ্ছে না বলে তোলা হয়েছে অভিযোগ৷ রাজবিহারীর কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায় খুব নীরবে শাসক দল রিগিং করছে বলে কমিশনে অভিযোগ জানিয়েছেন৷