তফসিলিদের নিয়ে কুরুচিকর মন্তব্য, সুজাতাকে নোটিস কমিশনের

তফসিলিদের নিয়ে কুরুচিকর মন্তব্য, সুজাতাকে নোটিস কমিশনের

 

কলকাতা: আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে তফসিলি জাতি, উপজাতিদের নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল খাঁকে কারণ দর্শানোর নোটিস জারি করেছে৷ বিজেপি নেতা মুক্তার আব্বাস নাকভির অভিযোগের প্রেক্ষিতে কমিশন সুজাতা মণ্ডলকে আগামীকাল সকাল দশটার মধ্যে এই সংক্রান্ত বিষয়ে তার জবাব চেয়ে নোটিস পাঠিয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে৷

নিজের নির্বাচনী কেন্দ্রে আক্রন্ত হওয়ার পর সংবাদমাধ্যমে তফসিলি জাতি, উপজাতিদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেন তৃণমূল প্রার্থী প্রার্থী সুজাতা মণ্ডল৷ নাম না করে খোদ নরেন্দ্র মোদীও সুজাতা মণ্ডলকে আক্রমণ করেন৷ বলেন, ‘দিদির ঘনিষ্ট এক নেত্রী তফসিলি জাতি, উপজাতিদের অপমান করেছে৷’ মোদীর মুখে এহেন মন্তব্যের পর সাংবাদিক বৈঠক করে নিজের অবস্থান জানানো চেষ্টা করেন সুজাতা৷ এবার সরাসরি নির্বাচন কমিশনের নজরে পড়লেন সুজাতা৷ -ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − six =