বঙ্গ ভোটের দফা কমাতে জরুরি বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ

বঙ্গ ভোটের দফা কমাতে জরুরি বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ

কলকাতা: বর্তমান করোনা পরিস্থিতিতে বাকি দুই দফার নির্বাচন একসঙ্গে করা যায় কিনা সেই বিষয়টি আরও একবার খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রর নেতৃত্বে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসেছে৷ ভার্চুয়াল এই বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ছাড়াও এডিজি আইনশৃঙ্খলা পি জগমোহন ও বিএসএফের আই জি, সংশ্লিষ্ট জেলাগুলির নির্বাচনি আধিকারিক, পুলিশ ও সাধারণ পর্যবেক্ষকরা উপস্থিত রয়েছেন৷ নিরাপত্তা ব্যবস্থা সহ কেন্দ্রীয় বাহিনীর বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হচ্ছে বলে জানা গিয়েছে৷ রাজ্যে আগামী ২৬ ও ২৯ এপ্রিল রাজ্যে সপ্তম ও অষ্টম দফার ভোট রয়েছে৷

ভোটের আবহে বেলাগাম করোনা৷ পরিস্থিতি গুরুত্ব বুঝে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ কলকাতা হাইকোর্টের নির্দেশের পর তড়িঘড়ি কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে সমস্ত রাজনৈতিক দলের রোড শো, মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হল৷ বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়ে গিয়েছে৷ আগে দেওয়া সমস্ত রোড শো, মিছিলের অনুমতিও বাতিল করা হচ্ছে৷ জনসভা করার ক্ষেত্রে অনুমতি দেওয়া হলেও তা সামাজিক দূরত্ব মেনে করতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন৷ সর্বোচ্চ ৫০০ জনকে নিয়ে সভা করতে হবে৷ তার বেশি লোক রাখা যাবে না বলে কড়া নির্দেশ দিয়েছে কমিশন৷ এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে কিনা, মুখ্য নির্বাচনী আধিকারিককে কমিশনের কাছে তার রিপোর্ট পেশ করতে হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷

উল্লেখ্য, রাজ্যে করোনার বাড়বাড়ন্তের জন্য এদিনই কমিশনকে ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট৷ সার্কুলার জারি করা ছাড়া কমিশন কোনো পদক্ষেপ করছে না বলেও তোপ দেগেছে আদালত৷ বঙ্গ ভোট নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কলকাতা হাইকর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ৷ এদিন  নির্বাচন কমিশনকে কার্যত তুলোধোনা করল কলকাতা হাইকোর্ট৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, করোনাকালে  যাতে সমস্ত বিধি মেনে কাজ সম্পন্ন করা যায়। কিন্তু এবার নির্বাচন কমিশনের কাজের চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =