জেলাশাসকদের বৈঠকে ডাকল নির্বাচন কমিশন, পঞ্চায়েত ভোট ঘোষণা কি শীঘ্রই

জেলাশাসকদের বৈঠকে ডাকল নির্বাচন কমিশন, পঞ্চায়েত ভোট ঘোষণা কি শীঘ্রই

কলকাতা: বহুদিন ধরেই পঞ্চায়েত ভোট নিয়ে গুঞ্জন চলছে। আদতে কবে হবে ভোট, কবেই বা তার ঘোষণা হবে, তা নিয়ে কৌতূহল। কিন্তু এবার হয়তো আভাস আরও স্পষ্ট হল। কারণ আগামী ১৮ এপ্রিল জেলাশাসকদের বৈঠকে ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। অনুমান করা হচ্ছে, আসন্ন পঞ্চায়েত ভোটের আগে সর্বস্তরের প্রস্তুতি এবং রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখে নিতে চাইছে তারা। আপাতত যা খবর, সমস্ত জেলা পঞ্চায়েত অফিসার ও জেলাশাসকদের এই বৈঠক সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। 

আরও পড়ুন- প্রয়োজনে অভিষেক-কুন্তলকে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করতে পারবে ED-CBI, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কয়েকদিন আগেই এক জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরাট দাবি করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, রাজ্য সরকার আগামী ২ মে পঞ্চায়েত ভোট করাতে চাইছে। বিজেপি নেতা এও দাবি করেন, এক দফায় এবং পুলিশ দিয়ে এই ভোট করাতে উদ্যোগী রাজ্য। তবে কি সেইদিনই ভোট হতে পারে? বিশেষজ্ঞদের কথায়, একদমই নয়। তারা মনে করছে, ১৮ এপ্রিল নির্বাচন কমিশন বৈঠক করার পর সবদিক থেকে ইতিবাচক ইঙ্গিত পেলেও ভোট ঘোষণা করতে আরও কয়েক দিন লেগে যাবে। সেই আন্দাজে এপ্রিলের শেষ দিকেই পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। তাহলে মে মাসের শুরুতে ভোট হওয়ার কোনও সম্ভাবনাই নেই।