রাজ্যে কোন দফায় কত আসনে কোথায় কোথায় ভোট, জেনে নিন নির্ঘণ্ট

রাজ্যে কোন দফায় কত আসনে কোথায় কোথায় ভোট, জেনে নিন নির্ঘণ্ট

নয়াদিল্লি:  অবশেষে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশনের৷ ইঙ্গিত ছিলই৷ সেই মতোই  রাজ্যে নির্বাচন হবে আট দফায়৷ পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে ভোট গণনা ২ মে৷

পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোট হবে ১২ মার্চ৷ পাঁচ জেলায় ৩০টি বিধানসভা কেন্দ্রে হবে বিধানসভা নির্বাচন৷ এই পাঁচ জেলা হল পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া (পার্ট ওয়ান), পূর্ব মেদিনীপুর (পার্ট ওয়ান) ও পশ্চিম মেদিনীপুরে (পার্ট ওয়ান)৷ 

দ্বিতীয় দফাতেও ৩০টি কেন্দ্রে ভোট হবে৷ ভোট হবে ১ এপ্রিল৷ দ্বিতীয় দফায় রয়েছে বাঁকুড়া (পার্ট ২), পূর্ব মেদিনীপুর (পার্ট টু), পশ্চিম মেদিনীপুর (পার্ট টু) এবং দক্ষিণ ২৪ পরগণা (পার্ট ওয়ান)৷ 
 

তৃতীয় দফার ভোট হবে ৩১টি বিধানসভা কেন্দ্রে৷ ভোট হবে ৬ এপ্রিল৷  এই দফায় রয়েছে হাওড়া পার্ট ওয়ান, হুগলী পার্ট ওয়ান, দক্ষিণ ২৪ পরগনা পার্ট টু (৩১) আসনে ভোট।

১০ এপ্রিল চতুর্থ দফায় ভোট হবে ৪৪টি বিধানসভা কেন্দ্রে৷ চতুর্থ দফায় রয়েছে হাওড়া (পার্ট টু), হুগলী (পার্ট টু), দক্ষিণ পরগণা (পার্ট থ্রি), আলিপুরদুয়ার এবং কোচবিহার৷ 

১৭ এপ্রিল পঞ্চম দফায় ৪৫টি কেন্দ্র ভোট৷ ভোট হবে উত্তর ২৪ পরগণা (পার্ট ওয়ান), নদীয়া (পার্ট ওয়ান), পূর্ব বর্ধমান (পার্ট ওয়ান), দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং৷ 

২২ এপ্রিল ষষ্ঠ দফার ভোট৷ ভোট হবে ৪৩টি কেন্দ্রে৷ উত্তর ২৪ পরগণা (পার্ট টু), নদীয়া (পার্ট টু), পূর্ব বর্ধমান (পার্ট টু), উত্তর দিনাজপুর (পার্ট টু)৷ 

২৬ এপ্রিল সপ্তম দফায় ভোট হবে ৩৬টি বিধানসভা কেন্দ্রে৷ মালদহ (পার্ট ওয়ান), মুর্শিদাবাদ (পার্ট ওয়ান), পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ দিনাজপুর৷ 

২৯ এপ্রিল অষ্টম দফার ভোট হবে ৩৫টি কেন্দ্র৷ শেষ দফায় ভোট হবে মালদহ (পার্ট টু), মুর্শিদাবাদ (পার্ট টু), বীরভূম, কলকাতায়৷  

ভোট পরবর্তী হিংসা রুখতে বিশেষ দাওয়াই নির্বাচন কমিশনের৷ ভোট গণনায় এবার ব়্যানডামাইজেশন৷ একাধিক বুথের ইভিএম একসঙ্গে মিশিয়ে হবে ভোট গণনা৷ কোন বুথে কোন দল কত ভোট পেল তা গোপন রাখা হবে৷ ভোটের আয়-ব্যায়ে কমিশনের কড়া নজর থাকবে৷ প্রার্থী পিছু সর্বোচ্চ ৩০ লক্ষ ৮০ হাজার টাকা৷ খরটের উপর কড়া নজর রাখবেন বি মুরলি কুমার৷ তিনিই বাংলায় আয়-ব্যয়ের পর্যবেক্ষক৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 10 =