কলকাতা: রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযোগ এখন আরও বেশি সহজ হল। এবার রাজ্যের যে কোনও এলাকার বাসিন্দারা রাজ্যের যে কোনও প্রান্ত থেকেই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযোগ করতে পারবেন। খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে, রেশন কার্ডের ঠিকানা যাই হোক না কেন, গ্রাহক রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর যোগ করার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা পাবেন।
রাজ্যে বর্তমানে জরুরী ভিত্তিতে রেশন কার্ড এবং আধার সংযুক্তিকরণের কাজ চলছে। খাদ্য দফতর সূত্রে জানা গেছে, বর্তমানে এ রাজ্যে ১০ কোটি ৩২ লক্ষ রেশন গ্রাহক আছেন। তাঁদের মধ্যে ৬ কোটি ৪৭ লক্ষ মানুষের আধার কার্ড এবং রেশন কার্ড সংযুক্তিকরণের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। তবে বিভিন্ন কারণে প্রায় ১৬ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও ‘এক দেশ, এক রেশন’ ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে দেশের যে কোন রাজ্যের রেশন গ্রাহক অন্য রাজ্য থেকে রেশন তুলতে পারবেন। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় প্রত্যেক রেশন কার্ড ধারক এই প্রকল্পের আওতায় আসবেন। মাসে পঞ্চাশ শতাংশ করে দু-বার করে রেশন তোলা যাবে।
আরও পড়ুন- তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই চোখ রাঙাচ্ছে জিকা, জারি সতর্কতা
যাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যুক্ত করা আছে, রাজ্যের মধ্যে তাঁরা যে কোনও রেশন দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে পারবেন। তবে রেশন তোলার সময় আধার ভিত্তিক বায়োমেট্রিক ব্যবস্থায় নিজের পরিচয় প্রমাণ করতে হবে। রেশন ডিলারদের এখন থেকে ইপিওস অনলাইন পোর্টালে রেশন দোকানে সব লেনদেন অন্তর্ভুক্ত করতে হবে। যে মানুষেরা রাজ্যের বাইরে অন্যত্র রেশন দোকান থেকে বরাদ্দ তুলতে চাইছেন, তাতেও যাতে অসুবিধা না হয়, সেদিকেও খেয়াল রাখতে রাজ্য সরকারের তরফে রেশন ডিলারদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। বাইরের রাজ্য থেকে যাঁরা এ রাজ্যে এসেছেন, তাঁরাও যাতে রেশন কার্ডের মাধ্যমে বরাদ্দ রেশন তুলতে পারেন তা দেখতে বলা হয়েছে।