কলকাতা: করোনাভাইরাস পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে হলেও রাজ্যের সরকার একাধিক বিধিনিষেধ জারি করেছে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। মাঝে দুর্গা পুজোর জন্য ১১ দিন নাইট কার্ফু শিথিল করা হচ্ছে। এই সিদ্ধান্তের ঘোষণা হওয়ার পর অনেকেই হয়তো ভেবেছিলেন যে লোকাল ট্রেন চালানো হবে রাতে যাতে পুজোর শহরে ঘোরা যায় বা মফস্বল এলাকা থেকে শহরে আসা যায়। যদিও এমন কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট করে দিল পূর্ব রেল। তাদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে, পুজোর সময় রাতে বাড়তি লোকাল ট্রেন চলার কোন সম্ভাবনা নেই।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এখন যেভাবে ট্রেন চলছে পূজোর সময় ঠিক সেই ভাবেই ট্রেন চলবে। স্পেশাল ট্রেন বা বাড়তি লোকাল ট্রেন চালানোর কোনো পরিকল্পনা নেই পূর্ব রেলের। কলকাতা মেট্রো তরফে এক ঘন্টা বাড়তি মেট্রো পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করা হলেও সারা রাত মেট্রো চলারও কোনো পরিকল্পনা নেই। ঠিক একই ভাবে লোকাল ট্রেনের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে। অন্যান্য বছর যা সিদ্ধান্ত নেওয়া হয় তা এই বছর নেওয়া সম্ভব হচ্ছে না করোনাভাইরাস পরিস্থিতির জন্য। কারণ তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে এবং উৎসব মরসুমে সংক্রমণ বাড়ার আতঙ্ক রয়েছে। তাই কোন রকম ঝুঁকি নিতে চাইছে না পূর্ব রেল কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই পুজো নিয়ে একাধিক বিধি-নিষেধ জারি করেছে রাজ্য সরকার। নাইট কারফিউ শিথিল করা হলেও অন্যান্য নিয়ম জারি করা হয়েছে। গত বছরের মতো এই বছরেও খোলা প্যান্ডেল থেকে শুরু করে সামাজিক দূরত্ব বিধি মান্য করে চলতে হবে সকলকে। অন্যদিকে এই বছরও দুর্গা পুজোর দশমীতে কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে না। এছাড়াও আরো বেশ কয়েকটি বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে নবান্নের তরফে।