রেল ভবনে আগুন: ঝলসে মৃত ৯, ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্র-রাজ্যের! দায়ের গাফিলতির মামলা

রেল ভবনে আগুন: ঝলসে মৃত ৯, ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্র-রাজ্যের! দায়ের গাফিলতির মামলা

কলকাতা: স্ট্র্যান্ড রোডের রেল ভবনের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লেগে মৃত্যু হয়েছে ৯ জনের৷ রেল ভবনের বহুতলের ১৩ ও ১৪ তলায় আগুন লাগে৷ সেই আগুন নেভাতে গিয়ে কেটে গিয়েছে ১০ ঘণ্টা৷ আগুনে ঝলসে ও দমবন্ধ হয়ে ৪ দমকলকর্মী থেকে হেয়ার স্ট্রিট থানার এএসআই, ১ জন আরপিএফকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ এখনও একজনের পরিচয় এখনও জানা যায়নি৷ অগ্নিকাণ্ডের পর কেন্দ্র ও রাজ্যের তরফে মৃতদের পরিবারকে আর্থিত সহযোগিতার ঘোষণা করা হয়েছে৷

জানা গিয়েছে, রেল ভবনে অগ্নিকাণ্ডের জেরে ঝলসে ও দমবন্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে৷ দেহ সনাক্ত করা গিয়েছে ৮ জনের৷ বাকি এক জনের পরিচয় জানার কাজ শুরু হয়েছে৷ জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন এএসআই অমিত ভাওয়াল, গৌরব বেজ, অনিরুদ্ধ জানা, গিরিশ দে, বিমান পুরকায়েত৷ পূর্ব রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল ও তাঁর একজন রক্ষী নিখোঁজ৷

এদিনের এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী৷ নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ রেল ভবনে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় সরকার নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে৷ আজ সকালে প্রধানমন্ত্রীর অফিস থেকে টুইটে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে গভীর শোক প্রকাশ করে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৩টি পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ কলকাতা পুলিশের পাশাপাশি দমকল বিভাগও পৃথক ভাবে তদন্ত করবে৷ রেলভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ৷ ৩০৪ এ অর্থাৎ গাফিলতির অভিযোগ ও দমকল আইনে মামলা দায়ের হয়েছে৷ রেল ভবনে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ পাশাপাশি রেল কর্তৃপক্ষের ঢিলেঢালা মনোভাবের অভিযোগ উঠছে৷ গোটা ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক দল৷ অন্যদিকে রেল প্রিন্সিপাল সেফটি আধিকারিক ডক্টর জয়দিপ গুপ্তার নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − four =