কবে থেকে চলবে লোকাল ট্রেন? পুলিশকে চিঠি পূর্ব রেলের, বাড়ছে উদ্বেগ

কবে থেকে চলবে লোকাল ট্রেন? পুলিশকে চিঠি পূর্ব রেলের, বাড়ছে উদ্বেগ

8c59df98452a044019bbd1483cfff30e

কলকাতা: দীর্ঘ লকডাউনের ভোগান্তি কাটিয়ে অবশেষে আজ থেকে খুলে গিয়েছে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস৷ কিন্তু পথে-ঘাটে বাসের সংখ্যা কম থাকায় চরম নাজেহাল হতে শুরু করেছেন সাধারণ যাত্রীরা৷ এখনও বন্ধ লোকাল ট্রেন৷ চলছে না মেট্রো৷ বাস পরিষেবা পূর্ণ মাত্রায় চালু না হওয়ায় বিপত্তি আরও বেড়েছে৷ কিন্তু অফিস খুলে গেলেও কবে থেকে চালু হবে লোকাল ট্রেন? পুলিশকে দেওয়া পূর্ব রেলের চিঠি ঘিরে নতুন করে বাড়ছে উদ্বোগ৷  
করোনা আবহে গোটা জুন মাস পর্যন্ত কোনও লোকাল ট্রেন চলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পূর্ব রেল৷ আর এই পরিস্থিতিতে রেল কর্মচারীদের অফিসে পৌঁছে দিতে বেশ কিছু রুটে বিশেষ ট্রেন চলছে৷ সেই সমস্ত ট্রেনের সাধারণ যাত্রীদের উঠার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে রেল৷ বিশে৷ ট্রেনে সাধারণ যাত্রীরা উঠলে আইন শৃঙ্খলা অবনতি ঘটতে পারে৷ এই মর্মে নিরাপত্তা চেয়ে কলকাতা পুলিশ-সহ শহরতলীর একাধিক পুলিশ কর্তাকে চিঠি দিয়েছে পূর্ব রেল৷

রেল কর্মীদের জন্য চালু করা বিশেষ ট্রেনে বাড়তি নিরাপত্তা দাবি করে পুলিশকে চিঠি পাঠানোর পাশাপাশি আরপিএফকে চিঠি দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ৷ গত বৃহস্পতিবার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ দমদমকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে৷

রেলের এই সিদ্ধান্তের জেরে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা৷ কেননা রাস্তাঘাটে গণপরিবহন ব্যবস্থা এখনও সচল হয়ে ওঠেনি৷ কিন্তু, খুলে গিয়েছে সমস্ত সরকারি-বেসরকারি স্কুল৷ চূড়ান্ত নাকাল হচ্ছেন যাত্রীরা৷ তারপরেও যদি লোকাল ট্রেন না চালু হয় তাহলে পরিস্থিতি আরও বেসামাল হয়ে যেতে পারে এমন আশঙ্কা করছেন বহু যাত্রী৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পূর্ব রেলের চিঠি নতুন করে তৈরি হয়েছে উৎকণ্ঠা৷
যদিও, এর আগে লকডাউন তুলে আনলক ওয়ান শুরু করেছে কেন্দ্র৷

প্রথম পার্যায়, আজ ৮ জুন থেকে খুলছে ধর্মীয় স্থান, হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য হসপিটালিটি সার্ভিস৷ খুলছে শপিং মল৷ দ্বিতীয় পর্যায়ে রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনার পর খোলা হবে স্কুল, কলেজ, কোচিং সেন্টার সহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান৷ জানা হবে অভিভাবকদের মতামতও৷ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জুলাই মাসে৷ তৃতীয় পর্যায়ে পরিস্থিতি বিবেচনা করে আন্তর্জাতিক বিমান পরিষেবা, মেট্রো রেল, সিনেমা হল, জিমনাসিয়াম, সুইমিং পুল, বিনোদনমূলক পার্ক প্রভৃতি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সামাজিক, রাজনৈতিক, খেলাধুলা, শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানে জমায়েত আপাতত বন্ধ খাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *