বাংলার সাপ্তাহিক লকডাউনে প্রভাব রেল পরিষেবায়, বাতিল গুচ্ছ ট্রেন

বাংলার সাপ্তাহিক লকডাউনে প্রভাব রেল পরিষেবায়, বাতিল গুচ্ছ ট্রেন

কলকাতা: রাজ্যে করোনা সংক্রমণ দিনে দিনে বেড়ে চলেছে। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল রাজ্য। রাজ্যে সংক্রমণ রুখতে বিমানের ওপর বেশ কিছু বিধি নিষেধ জারি করেছে কেন্দ্র৷ এবার ট্রেন চলাচলের ওপরও কঠোর অবস্থান নিতে সক্রিয় হয়েছে রাজ্য বলে জানা গিয়েছে৷

সরকার লকডাউন চলাকালীন রাজ্যে যাত্রী ট্রেন না চালানোর আর্জি জানিয়েছিল৷ রাজ্য সরকারের আবেদন মেনে এবার সপ্তাহে লকডাউনের দিনগুলিতে রাজ্যে কোন স্পেশাল ট্রেন চলবে না বলে রেল মন্ত্রক জানিয়ে দিয়েছে৷ ফলে ওই দিনগুলিতে যাত্রীদের স্টেশনে না আসার পরামর্শ দেওয়া হয়েছে৷ তবে, যাঁরা  আগাম বুকিং করে রেখেছেন, সেই সমস্ত যাত্রীদের ক্ষেত্রে কী হবে? এখনও কোনও স্পষ্ট জবাব মেলেনি৷

ইতিমধ্যেই শনিবার হাওড়া থেকে চলাচল করা সব স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে৷ আগামী বুধবার লকডাউনের দিন পূর্ব রেলের শিয়ালদা থেকে আলিপুরদুয়ারের মধ্যে এসি স্পেশাল বাতিল থাকবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে ওই দিন হাওড়া ও শিয়ালদহ থেকে চলাচল করা ১২টি স্পেশাল ট্রেন বাতিল থাকবে বলে রেল জানিয়েছে৷ শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন আগামী সোমবার ও বুধবার শিয়ালদা থেকে এবং মঙ্গল ও বৃহস্পতিবার নিউ আলিপুরদুয়ার থেকে বাতিল থাকবে বলে খবর৷ নিউ দিল্লি ও হাওড়ার মধ্যে চলাচল করা এসি স্পেশাল মঙ্গলবার নিউ দিল্লি ও বুধবার হাওড়া থেকে বাতিল করা হয়েছে৷ শিয়ালদহ – ভুবনেশ্বর স্পেশাল সোমবার শিয়ালদা ও মঙ্গলবার ভুবনেশ্বর, শালিমার – পাটনা বিশেষ ট্রেন মঙ্গলবার পাটনা ও বুধবার শালিমার থেকে এবং হাওড়া – পাটনা স্পেশাল ট্রেন আগামী বুধবার বাতিল করা হয়েছে বলে পূর্ব রেল সূত্রের খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *