কলকাতা: করোনা ভাইরাসের কারণে ইতিমধ্যেই ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। রাজ্যে লকডাউন কার্যকরী করে বাতিল করা হয়েছে ট্রেন পরিষেবা। যদিও দুরপাল্লার কিছু স্পেশাল ট্রেন চালু ছিল। এবার সেই পরিষেবাতেও লাগাম টানা হল। পূর্ব রেলের পক্ষ থেকে মঙ্গলবার জানিয়ে দেওয়া হয়, করোনার জেরে বাতিল করা হল ১০টি দূরপাল্লার স্পেশ্যাল ট্রেন।
২০ মে থেকে শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল এবং ২১ তারিখ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ স্পেশ্যাল ট্রেন বাতিল করা হয়েছে। আর যে সমস্ত রেল পরিষেবা মিলবে না, তাদের মধ্যে রয়েছে, ১৯ মে থেকে চলবে না শিয়ালদহ-পুরী স্পেশ্যাল। একইভাবে ২০ মে থেকে বন্ধ পুরী-শিয়ালদহ স্পেশ্যালও। কলকাতা-হলদিবাড়ি আপ ও ডাউন স্পেশ্যাল ট্রেনটিও বন্ধ থাকবে ২০ মে থেকে। ২৪ মে থেকে কলকাতা-শিলঘাট স্পেশ্যাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। সপ্তাহে একদিনই (সোমবার) চলত ট্রেনটি। উলটো দিকে, ২৫ মে থেকে শিলঘাট থেকে কলকাতা গামী স্পেশ্যাল ট্রেনও চলবে না। এদিকে আগামিকাল অর্থাৎ ১৯ মে থেকে বাতিল হাওড়া-বালুরঘাট আপ ও ডাউন স্পেশ্যালও ট্রেনটি।
কিছুদিন আগে একটি তথ্য সামনে এসেছিল যাতে দেখা গিয়েছিল যে কতজন রেল কর্মী ভাইরাস আক্রান্ত হয়েছেন এবং কতজনের মৃত্যু হয়েছে। স্বাভাবিক ভাবেই পরিষ্কার যে এই করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে ট্রেন পরিষেবা চালু রাখা সম্ভব হচ্ছে না। জানা গিয়েছে, গত এক বছরে প্রায় ২,০০০ জন কর্মী মারা গিয়েছেন রেলের। দিন প্রতি প্রায় ১,০০০ জনের বেশি আক্রান্ত হচ্ছেন করোনায়। ভারতীয় রেল জানাচ্ছে, গত বছর মার্চ মাসের পর থেকে এখনো পর্যন্ত প্রায় ২,০০০ জন রেলকর্মী মারা গিয়েছেন করোনা ভাইরাস সংক্রমণের জেরে। আরো বড় ভয়ের ব্যাপার, প্রত্যেক দিন কমপক্ষে ১,০০০ জন রেলকর্মী করোনাভাইরাস আক্রান্ত হচ্ছেন। শুধুমাত্র দেশে নয়, বিশ্বের নিরিখেও ভারতীয় রেলওয়ে কর্মরত কর্মীর সংখ্যা অনেক বেশি, প্রায় ১৩ লক্ষ।