পটাশপুরে বোমাবাজি, ওসি আহত! ‘পাকিস্তানি’দের দুষলেন শুভেন্দু

পটাশপুরে বোমাবাজি, ওসি আহত! ‘পাকিস্তানি’দের দুষলেন শুভেন্দু

 

তমলুক: ভোট শুরু হওয়ার আগেই পূর্ব মেদিনীপুর পটাশপুরে রাতভর বোমাবাজি৷ গুরুতর আহত পটাশপুর থানার ওসি৷ কেন ঘটল এমন ঘটনা? রিপোর্ট চাইল নির্বাচন কমিশন৷ গোটা ঘটনার পিছনে ‘পাকিস্তানি’দের দিকে আঙুল তুলেছেন শুভেন্দু অধিকারী৷

অভিযোগ, পটাশপুরের সাতশতমালে গত রাত থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল-বিজেপি৷ রাতভর চলে বোমাবাজি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ৷ বোমার ঘায়ে ঘটনাস্থলে আহত হন পটাশপুর থানার ওসি দীপককুমার চক্রবর্তী ও দু’জন৷ পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়৷

পটাশপুরে বোমাবাজি ও ওসির আহত হওয়ার ঘটনায় জেলা পুলিশের কাছে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন৷ আজ বিকেলের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে৷ অন্যদিকে, গোটা ঘটনার পিছনে ‘পাকিস্তানি’দের দিকে আঙুল তুলেছেন শুভেন্দু অধিকারী৷ তাঁর মন্তব্য, ‘‘রাতে কিছু পাকিস্তানি ফুলবাড়ি এলাকায় গোলমাল করেছে৷ পটাশপুরে অশান্তি হয়েছে৷ সেখানে ওসি আহত হয়েছেন৷ ওঁদের আমি কোনও রাজনৈতিক দলের কর্মী বলে মনে করি না৷ ওরা পাকিস্তানি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =