কলকাতা: বৃহস্পতিবার বিকেলে আচমকা ভূমিকম্প। কেঁপে উঠল ভারত এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। জানা যাচ্ছে, এদিন বিকেল পাঁচটা নাগাদ পশ্চিমবঙ্গের নদিয়া, উত্তর ২৪ পরগনাসহ বাংলার একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়।
অন্যদিকে বাংলাদেশের খুলনাসহ একাধিক এলাকা কেঁপে ওঠে এই ভূমিকম্পে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল বাংলাদেশ সীমান্ত থেকে ৯ কিলোমিটার ভিতরে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে অবস্থান এই কেন্দ্রস্থলের। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোন খবর মেলেনি।
জানা গিয়েছে, বাংলার পাশাপাশি খুলনার বিভিন্ন জায়গাতেও এই মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এদিন বিকেলের এই ভূমিকম্প প্রায় তিন সেকেন্ড স্থায়ী হয়েছিল। এত কারোর কোনও ক্ষতি না হলেও এভাবে আচমকা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। অনেকেই ভয় পেয়ে বাড়িঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসে তথ্য অনুযায়ী, বাংলাদেশের সময় বিকেল ৫:৩০ নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এই ভূমিকম্পের কোনও প্রভাব পড়েনি বলেই জানা যাচ্ছে।