জোড়া ভূমিকম্পে কাঁপল বাংলা, তীব্রতা ছিল ৬.৪

জোড়া ভূমিকম্পে কাঁপল বাংলা, তীব্রতা ছিল ৬.৪

673114ec798b50a9c65706a3bb74013d

শিলিগুড়ি: ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা৷ সাতসকালে জোড়া ভূমিকম্পে কাঁপল উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা৷ ভূ-কম্পনের তীব্রতা কয়েক সেকেন্ডের জন্য অনুভূত হয় গোটা উত্তরবঙ্গে৷ দক্ষিণবঙ্গের জেলা মুর্শিদাবাদেও কম্পন অনুভূত হয়৷

জানা গিয়েছে, আজ সকাল ৭টা ৫৪ মিনিটে প্রথম ভূকম্পন অনুভূত হয়৷ দ্বিতীয় কম্পন হয় ৭টা ৫৮ মিনিটে৷ অসমের শনিতপুর ছিল ভূমিকম্পের কেন্দ্র৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৪৷ কম্পনের জেরে অসমে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও তেমন কোনও অস্বস্তির খবর নেই বাংলায়৷ তবে, তৈরি হয়েছিল আতঙ্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *