Aajbikel

জোরাল ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গে, উৎসস্থল পড়শি দেশ

 | 
ভূমিকম্প

কলকাতা: ফের একবার ভূমিকম্প বাংলার মাটিতে। প্রবল কম্পনে সাতসকালে কেঁপে উঠল উত্তরবঙ্গের একাধিক এলাকা। যদিও ভূমিকম্পের উৎসস্থল এই দেশ নয়, ভারতের পড়শি দেশ। জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৮। যদিও এখনও পর্যন্ত তেমন ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি যা স্বস্তির। 

আপাতত যে তথ্য মিলেছে তাতে জানা গিয়েছে, বাংলাদেশের কুমিল্লা থেকে ৪৮ কিমি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে এই কম্পনের উৎসস্থল। এদিন সকাল ৯টার কিছু পরে ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর অঞ্চল ছাড়াও পশ্চিমবঙ্গের উত্তর অংশের মালদহ, দুই দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতাতেও এই কম্পন হয়েছে। অন্যদিকে আবার লাদাখেও ভূমিকম্প হয়েছে। শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে লাদাখে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৪।

Around The Web

Trending News

You May like