earthquake
কলকাতা: কোচবিহার থেকে মালদহের একাংশে কম্পন অনুভূত। নাগাড়ে বৃষ্টি এবং বন্যা আশঙ্কার মাঝে ভূমিকম্প হওয়ার কারণ বঙ্গবাসী আরও আতঙ্কিত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৬টা ১৫ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয় এবং শুধু বাংলা তথা ভারত নয়, একাধিক রাজ্যেও কম্পন হয়েছে।
বাংলাদেশ, নেপাল, ভূটান এবং চিনে বিভিন্ন অংশ এই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ধরা পড়েছে ৫.৩। ভূমিকম্পের উৎসস্থল মেঘালয়ের রেসুবেলপাড়ার আশপাশে বলে জানা যাচ্ছে। তাই মেঘালয় ছাড়াও অসম, সিকিমের মতো রাজ্যে ভূমিকম্প হয়। এছাড়া উত্তরবঙ্গের কোচবিহারের মাথাভাঙা, তুফানগঞ্জ, শীতলখুচি সহ একাধিক জায়গায় কম্পন অনুভব করেছেন সাধারণ মানুষ। মালদহের একটা অংশেও একই অবস্থা।
টানা ক’দিন ধরে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে। দক্ষিণ থেকে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ধস নামার মতো ঘটনাও ঘটেছে। এদিকে আজই ১ লক্ষ কিউসেক মতো জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি। তাতে বাংলার একাধিক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবার যদিও ভূমিকম্পের মতো ঘটনা ঘটে তাহলে স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়বে আমজনতার। প্রসঙ্গত, রবিবারেও দেশের একাধিক স্থানে ভূমিকম্প হয়েছিল। যদিও তার মাত্রা ৩-এর নীচে ছিল।