ফের ভূমিকম্পে কাঁপল বাংলা, প্রভাব ৩ জেলায়

ফের ভূমিকম্পে কাঁপল বাংলা, প্রভাব ৩ জেলায়

শিলিগুড়ি: বছরের প্রথম ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা৷ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে৷ আজ সন্ধ্যা ৬টা ১৮ নাগাদ কয়েক সেকেন্ড ভূমিকম্প অনুভূত হয়৷ আতঙ্ক ছড়িয়েছে উত্তরবঙ্গের তিন জেলায়৷ আতঙ্কের জেরে অনেকের ঘর ছেড়ে বেরিয়ে আসেন৷ আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি৷ আসমের বনগাঁওগাঁ ছিল ভূকম্পনের উৎপত্তিস্থল৷ কম্পনের মাত্রা ছিল পাঁচ৷ পাঁচ মাত্রার ভূমিকম্প হলেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি৷ রিখটার স্কেলে সাড়ে পাঁচ মাত্রার কম্পনের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে৷

তবে, প্রশাসনের তরফে স্থানীয়দের আতঙ্কিত হতে বিরত থাকতে বলা হয়েছে৷ কোনও ক্ষমক্ষতি হয়েছে কি না, তা জানার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন৷ কোথায় এই কম্পনের উৎপত্তি? তা এখনও জানা যায়নি৷ কয়েক সেকেন্ডের কম্পনে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে৷  

এর আগে গত ৩ আগস্ট পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ গোটা দক্ষিণবঙ্গজুড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়৷ ভূমিকম্প অনুভূত হয়েছিল দাঁতান, ঘাটালে৷ মৃদু ভূমিকম্প লক্ষ করা গিয়েছিল পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলী, বর্ধমান, দুই ২৪ পরগনায়৷ সামান্য কিছুক্ষণের জন্য এই ভূমিকম্প অনুভূত হয়েছিল কলকাতায়-সহ গোটা দক্ষিণবঙ্গে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *