কেন থমকে শিক্ষক নিয়োগ? জবাব চেয়ে উত্তরে বিদ্রোহ ঘোষণা SSC প্রার্থীদের

কেন থমকে শিক্ষক নিয়োগ? জবাব চেয়ে উত্তরে বিদ্রোহ ঘোষণা SSC প্রার্থীদের

শিলিগুড়ি: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ  ও দাবি-দাওয়া নিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ অভিযানের ডাক দিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফাই। অবিলম্বে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করা ও প্রতিবছর শিক্ষক নিয়োগের দাবিতে ফের রাজপথে নামার ডাক বাম ছাত্র সংগঠন ও উত্তরবঙ্গ ছাত্র-যুব মঞ্চের৷ 

যুবক-যুবতীদের কর্মসংস্থান নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একইভাবে স্বেচ্ছাচারিতার অভিযোগ অভিযোগ সংগঠনের। কর্মক্ষেত্র ও কর্মসংস্থান নিয়ে রাজ্যের বিরুদ্ধে দাবিগুলির মধ্যে রয়েছে আপার প্রাইমারিতে আইনি সমস্যার সমাধানের মাধ্যমে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা, এসএসসি-র মাধ্যমে প্রতিবছর নিয়োগ ছাড়াও, উত্তরবঙ্গে এসএসসি-র রিজিওনাল সেন্টার পুনরায় চালু করার দাবিতেও সোচ্চার সংগঠন। কর্মক্ষেত্র নিয়ে দাবিগুলির মধ্যে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কর্মসংস্থানমুখী ও কৃষিভিত্তিক শিল্প স্থাপন। পাহাড়ে বন্ধ চা বাগান গুলি অবিলম্বে চালু করা এবং চা শ্রমিকদের পাট্টা ও ন্যূনতমমজুরি দেওয়া।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগগুলির মধ্যে রয়েছে রেলে নিয়োগের নামে বঞ্চনা, কর্মী ছাঁটাই ও বেসরকারিকরণ।  কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র জানিয়েছেন, উত্তরকন্যা অভিযানের পর এবার কর্মসংস্থানের দাবিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধেও অভিযানে নামছে সংগঠন। সেই অনুযায়ী ফেব্রুয়ারিতেই দিল্লি অভিযান করা হবে বলেও জানিয়েছেন তিনি। উত্তরকন্যা অভিযানের দিন একইসঙ্গে  নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার করে গণতন্ত্র রক্ষার দাবিতে কেন্দ্র সরকারের বিরুদ্ধেও সোচ্চার হবে সিপিএমের এই যুব সংগঠন। সংগঠনের অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে,-শিলিগুড়ি পৌর কর্পোরেশন ও মহকুমা পরিষদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার অবসান।

উত্তরবঙ্গ ছাত্র-যুব মঞ্চের সম্পাদক ফারুক আহমেদ সরকার এই আন্দোলন প্রসঙ্গে জানিয়েছেন, নর্থ জোন তথা RLST পুনর্বহালের দাবি সহ যে পাঁচ দফা দাবিতে DYFI আগামী ১২ ফেব্রুয়ারি উত্তরকন্যায় ডেপুটেশন জমা করবে, সেই ডেপুটেশনে উত্তর বঙ্গ ছাত্র-যুব মঞ্চ পুর্ণ সমর্থন জানাবে৷  উত্তরবঙ্গ ছাত্র যুব মঞ্চ সেই ডেপুটেশনে নিজস্ব ব্যানার নিয়ে অংশ গ্রহণ করবে৷ 

উত্তরবঙ্গ ছাত্র-যুব মঞ্চের অন্যতম সদস্য সুশান্ত ঘোষ বলেন,  উত্তরবঙ্গের আপার ইন্টারভিউরত চাকরিপ্রার্থী ও B.Ed প্রশিক্ষণ সম্পন্ন ও প্রশিক্ষণরত SSC চাকরিপ্রার্থীদের নিয়ে ১২ ফেব্রুয়ারি উত্তরকন্যা অভিযানে DYFI-কে সমর্থনে রয়েছে৷ ওই দিন আমরা আমাদের দাবি ছিনিয়ে আনব৷ এটাই আমাদের সঙ্কল্প৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 5 =