পুলিশের বজ্র আঁটুনি উড়িয়ে নবান্ন ঘেরাও! ‘সফল’ বাম ছাত্র-যুবদের অভিযান!

পুলিশের বজ্র আঁটুনি উড়িয়ে নবান্ন ঘেরাও! ‘সফল’ বাম ছাত্র-যুবদের অভিযান!

কলকাতা:  কর্ম সংস্থান, রাজ্যে নতুন শিল্প সহ একাধিক দাবিতে আজ নবান্ন অভিযানে নামছে দশটি বাম যুব সংগঠনের৷ হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে দুটি মিছিলল আসবে কলেজ স্ট্রিটে৷ সেখান থেকে দুপুর একটায় শুরু হবে নবান্ন অভিযান৷ এর ঠিক আগে বৃহস্পতিবার সকালে নবান্নের সামনে আচমকা বিক্ষোভ শুরু করল ডিওয়াইএফআই-এর সদস্যরা৷ দশ থেকে বোরো জন কর্মী সমর্থক আচমকাই চলে আসেন নবান্নের সামনে৷ তাদের পথ আটকায় পুলিশ৷ 

আরও পড়ুন-  অভিষেক নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি কে? জানিয়ে দিলেন তসলিমা

আজ দশটি বামযুব সংগঠনের পূর্ব নির্ধারিত অভিযানের আগে আচমকা এই বিক্ষোভে কিছুটা হতবাক পুলিশও৷ আজ পৌনে এগারোটা নাগাদ  ভিআইপি গেট দিয়ে নবান্নের ভিতরে ঢোকার চেষ্টা করেন ডিওয়াইএফআই-এর দশ-বারো জন বিক্ষোভকারী৷ সঙ্গে সঙ্গে তাঁদের পথ আটকায় পুলিশ৷ দ্রুত তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়৷ 

স্বাভাবিকভাবেই কড়া নিরাপত্তা বলেয়ে ঘেরা থাকে নবান্ন৷ আজ বামফ্রন্টের কর্মসূচিকে কেন্দ্র করে  সকাল থেকেই বিপুল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে নবান্নে৷ তবে সকাল সকাল ডিওয়াইএফআই কর্মীদের আচমকা বিক্ষোভে কিছুটা হতচকিত হয়ে পড়ে পুলিশ৷ সকালবেলা এভাবে আন্দোলন হবে সেটা তাদের ধারনার মধ্যে ছিল না বলেই পুলিশ জানায়৷ বামফ্রন্টের এই কর্মী সমর্থকরা নবান্নের সামনে স্লোগান তোলে৷ আটক করার পর তাদের শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে৷ 

ডিওয়াইএফআই-এর নবান্ন অভিযান শুরু হবে দুপুর একটায়৷ হাওড়া ও শিয়ালদহ থেকে মোট দুটি মিছিল কলেজ স্ট্রিটে মিলিত হওয়ার পর শুরু হবে নবান্ন অভিযান৷ এসএন ব্যানার্জী রোড হয়ে তারা ডোরিনা ক্রসিংয়ে পৌঁছবে৷ ইতিমধ্যেই সেখানে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে৷ পৌঁছে গিয়েছে দমকলের ইঞ্জিন৷ কোনও কারণে নবান্ন অভিযানকারীদের আটকানো না গেলে এই ইঞ্জিন থেকেই জল কামান দাগা হবে৷ ডোরিনা ক্রসিংয়ে উপস্থিত রয়েছেন ডিআইজি, সিপি পদমর্যাদার অফিসাররাও৷ 

আরও পড়ুন-  ফের বঙ্গে শাহী সফর, পরিবর্তন যাত্রার সূচনা করে ঠাকুরনগরে পা রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী

জানা গিয়েছে এই ডোরিনা ক্রসিংয়েই বামেদের মিছিল আটাকানো হবে৷ মিছিল শুরু হওয়ার পর বন্ধ করে দেওয়া হবে এসএন ব্যানার্জী রোড৷ ইতিমধ্যেই রাস্তার উপর গর্ত করা হয়েছে৷ এখানে বসানো হবে ব্যারিকেড৷ ডিওয়াইএফআই কর্মীদের আটাকানোর সবরকম প্রস্তুতি সেরে রাখছে পুলিশ৷ দুপুর ১টা থেকে মূল মিছিল শুরু হওয়ার আগেই নবান্নের সামনে বিক্ষোভ দেখিয়ে কার্যত লক্ষ্যপূর্ণ করেছে বাম ছাত্র-যুব সংগঠন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 12 =