বিরাট পরিমাণ জল ছাড়ল DVC, লাগাতার বৃষ্টির মধ্যে আশঙ্কা বন্যার

বিরাট পরিমাণ জল ছাড়ল DVC, লাগাতার বৃষ্টির মধ্যে আশঙ্কা বন্যার

dvc

কলকাতা: লাগাতার বৃষ্টি, পুজোর আগের এমন পরিস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই মন খারাপ বঙ্গবাসীর। কবে বৃষ্টি থামবে সেই আশায় বসে সকলে। এই অবস্থায় দাঁড়িয়ে আরও আশঙ্কার খবর সামনে এল। এখন রাজ্যে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে! কিন্তু কী ভাবে? আসলে পাঞ্চেত, মাইথন ড্যাম থেকে জল ছাড়া শুরু হয়েছে। জানা গিয়েছে, প্রথম দফাতেই ১ লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। তাই বন্যা নিয়ে ভাবনা বেড়ে গিয়েছে নবান্নের। 

পরপর নিম্নচাপের জেরে শেষ কয়েক দিন ধরে নাগাড়ে বৃষ্টি হচ্ছে বঙ্গে। বিশেষ করে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। এই অবস্থায় ডিভিসি জল ছাড়ায় স্বাভাবিকভাবেই জন্মেছে বন্যা আশঙ্কা। দেখা গিয়েছে, টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছে ঝাড়গ্রাম। ক্রমাগত বাড়ছে ডুলুং নদীর জল। সেই কারণে রাস্তায় জলের স্রোত থাকায় জামবনি ব্লকের সঙ্গে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে কোনও কোনও জেলায় টানা ৩-৪ দিন ভারী বৃষ্টি হতে পারে বলেও আভাস। সার্বিকভাবেই পুজোর আগে বন্যা হতে পারে বলে চিন্তায় পড়ে গিয়েছে রাজ্যের সরকার। 

নবান্ন সূত্রে খবর, রাজ্যের সাত জেলায় পরিস্থিতি অবনতির আশঙ্কা করা হচ্ছে। তাই জেলাশাসক, পুলিশ সুপারদের নিয়ে আজ জরুরি বৈঠক হয়েছে। রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে হওয়া এই বৈঠকে আসন্ন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কী কী করণীয় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সুন্দরবনে সব ব্লকে মাইকিং করে সতর্কতামূলক প্রচার শুরু হয়েছে। জেলার প্রতিটি ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =