Aajbikel

নাছোড় বৃষ্টি, জল ছাড়ার পরিমাণ দ্বিগুণ করল ডিভিসি, আশঙ্কায় দক্ষিণবঙ্গ

 | 
ডিভিসি

কলকাতা: হাতে আর মাত্র ১৫ দিন বাকি৷ শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর তোড়জোড়৷  চলছে জোরকদমে শপিং৷ এমন সময় রাজ্যজুড়ে দুর্যোগের ঘনঘটা। ঝাড়খণ্ড হয়ে নিম্নচাপ আবার ফিরে এসেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে৷ সিকিমের মেঘ ভাঙা বৃষ্টিতে তিস্তায় এসেছে হড়পা বান৷ শুক্রবার পর্যন্ত একই পরিস্থিতি থাকবে৷ রাজ্যের বন্যা পরিস্থিতির কথা ভেবে বুধবার পর্যন্ত জল ছাড়ার পরিমাণ কিছুটা কমিয়েছিল ডিভিসি৷ কিন্তু নাছোড় বৃষ্টির জেরে বৃহস্পতিবার সকাল থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে দেওয়া হয়েছে৷ যার প্রায় দ্বিগুণ৷ 

 

 

বুধবার মাইথন থেকে ১৫ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ২৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল। কিন্তু সারা দিন টানা বৃষ্টি হওয়ায় জলের চাপ অনেকটা বেড়ে যায়। তাই বৃহস্পতিবার সকাল থেকেই জল ছাড়ার পরিমাণ বাড়াতে বাধ্য হয় দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি।

 

 


বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মাইথন থেকে ৩০ হাজার এবং পাঞ্চেত থেকে ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। যা চাপ বাড়াচ্ছে দুর্গাপুর ব্যারেজের উপর। অততিরিক্ত জল ছাড়ার ফলে রাজ্যের বন্যা পরিস্থিতির হাতের বাইরে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ 

ডিভিসি জল ছাড়ায় দামোদরের জলস্তর লাফিয়ে বাড়তে শুরু করেছে৷ প্রশাসনের তরফে ব্লক থেকে জেলাস্তরে পর্যন্ত একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। বর্ধমান, হুগলি ও হাওড়ার দামোদর তীরবর্তী গ্রামগুলোতে জল ছাড়া নিয়ে সর্তক করে মাইকিং করা হয়েছে। 

Around The Web

Trending News

You May like