কলকাতা: আমেদাবাদ যদি পেতে পারে, তাহলে কলকাতা নয় কেন? তিনশো বছরেরও বেশি ঐতিহ্য, দুর্গাপুজোর শিল্পকলা এবং তা দেখার জন্য উপচে পড়া ভিড়, ঐতিহাসিক ডালহৌসি চত্বর—এসব কম কীসে? এই আবেগ, ইতিহাসকে তুলে ধরেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে কলকাতার নাম অন্তর্ভুক্ত করতে ইউনেস্কোর কাছে দরবার করল রাজ্য সরকার। তার জন্য ডকুমেন্ট তৈরি করতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে পর্যটন দপ্তর। শুধু কলকাতা নয়, রাজ্যের ইতিহাস বিজড়িত স্থান বিষ্ণুপুরের টেরাকোটা, শান্তিনিকেতন, নবদ্বীপ, কোচবিহার, দার্জিলিংয়ের চা বাগান এই ডকুমেন্টে স্থান পাবে।
কীভাবে সেই ডকুমেন্ট তৈরি করতে হয় তা জানাতেই গত সপ্তাহে ইউনেস্কোর কর্তারা কলকাতায় আসেন। নিউটাউনে বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে তাঁদের সঙ্গে রাজ্যের পর্যটন সচিব অত্রি ভট্টাচার্য সহ পর্যটন দপ্তরের অফিসারদের দু’দিন ধরে বৈঠক হয়। সেখানে কীভাবে ইউনেস্কোর কাছে আবেদন করতে হবে, তাও দেখিয়ে দেন তাঁরা। ইউনেস্কোর প্রতিনিধিরা ইতিমধ্যেই রাজ্যের কয়েকটি স্থান পরিদর্শন করে তাঁদের খুশির কথা ব্যক্ত করেছেন। একইসঙ্গে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেও এই স্থানগুলি জায়গা পেতে পারে বলে জানিয়েছেন। ইউনেস্কোর এই মতামতে খুশি রাজ্য সরকার।