লণ্ডন: ব্রিটেনের গ্রেটার ম্যানচেস্টারের গান্ধী হলে সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে এবারের “বেঙ্গলি হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গা পুজো। দেখতে দেখতে ২৯ টা শরৎ পার করে আজও অমলিন এই পুজো। এ পুজোর বৈশিষ্ট হল, উত্তর কলকাতার সাবেকিয়ানা, সাথে বাঙালি সংস্কৃতির মেলবন্ধন।
ষষ্ঠী থেকে দশমী পুজোর পাঁচদিন পরিবেশ থাকে ভিড়ে ঠাসা। পুজোর কটাদিন বাঙালির বাংলা খাবার, আড্ডা গান গল্প নিয়ে কেটে যায় সন্ধ্যার আসর। পরপর দুই বছর অতিমারীর কবলে বন্ধ থাকলেও এবছর কোভিড অতিমারীর যাবতীয় প্রটোকল মেনে পুজোর দিনগুলি হয়ে উঠেছে আগের মতোই রঙিন।
ব্রিটেনে সপ্তমীর সকালে দুর্গা পুজো ঘিরে উন্মাদনা ধরা পড়ল বার্মিংহামের নবারুণ হিন্দু বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গা পুজোয়। সকাল থেকেই সাজসাজ রব। মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজো চলছে। পুজো মন্ডপে ঢাকের তালে তালে মেতে উঠেছেন প্রবাসীরা।
১৯৭০ সালে কলকাতার কুমাটুলির নন্দকুমার পালের হাতে তৈরি ঠাকুর পাড়ি দিয়েছিল বার্মিংহাম শহরে। প্রথমে পুজো হত লক্ষী নারায়ণ মন্দিরে৷ এবছর সেখান থেকে কিংস হেলথ কমিউনিটি সেন্টারে দুর্গা প্রতিমা পুজো হচ্ছে। সপ্তমীর সকালে পুজো চলছে। পুজোর পাঁচ দিন আনন্দ আড্ডা খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। অসংখ্য প্রবাসী বাঙালির আদরের পুজো নবারুণ হিন্দু বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো। স্বভাবতই লণ্ডনের এক খণ্ড জমি যেন হয়ে উঠছে বাংলার, বাঙালির৷