এবার জলপথেই দুর্গা ঠাকুর দর্শন! বিশেষ প্যাকেজের ব্যবস্থা হচ্ছে বঙ্গে

এবার জলপথেই দুর্গা ঠাকুর দর্শন! বিশেষ প্যাকেজের ব্যবস্থা হচ্ছে বঙ্গে

dfa93fe4f7079e25a43cd7501c7baa0f

কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ। বাকি নেই এক মাসও। এখন থেকে পুজোর কেনাকাটাও বলতে গেলে শুরু হয়ে গিয়েছে। এই আবহেই বাংলার মানুষের জন্য সুখবর আনার চেষ্টায় রাজ্যের পরিবহন দফতর। জানা গিয়েছে, জলপথেও পুজো পরিক্রমা করানোর চিন্তাভাবনা নেওয়া হয়েছে। তা যদি হয়, তাহলে জলপথে পুজো পরিক্রমার ব্যবস্থা এই প্রথম হবে। 

পুজো পরিক্রমার জন্য ইতিমধ্যেই বাস এবং ট্রামের বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে পরিবহণ দফতর। এর পাশাপাশি জলপথেও পুজো পরিক্রমা করার ভাবনা নেওয়া হচ্ছে। আপাতত যা ঠিক হয়েছে তাতে আহিরীটোলা থেকে শুরু করে শোভাবাজার রাজবাড়ির পুজো, কুমোরটুলি পার্ক ও সর্বজনীন, জগৎ মুখার্জী পার্কের পুজো দেখা যাবে এই পরিক্রমায়। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথমে মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়বে। লঞ্চটি হাওড়া জেটি ঘাট ঘুরে পৌঁছাবে আহিরীটোলায়। তারপর বাসে চড়ে পুজো পরিক্রমা করা যাবে। পরিক্রমা শেষ হলে আবার দর্শনার্থীদের লঞ্চে তুলে দেওয়া হবে। সেটি পুনরায় হাওড়া জেটি ঘুরে মিলেনিয়াম পার্কে পৌছবে। 

এখন প্রশ্ন হল, এই গোটা পরিক্রমায় কতক্ষণ সময় লাগবে এবং কত খরচ হবে? সূত্র মারফত জানা গিয়েছে, মোট ৫ ঘণ্টা সময় নিয়ে এই পরিক্রমা করানো হবে এবং যাত্রীদের মাথাপিছু ৭৫০ টাকা করে ধার্য করা হয়েছে। পরিবহন দফতর মনে করছে, স্বাভাবিকভাবে পুজোর সময়ে কলকাতার রাস্তায় যা ভিড় হয় তার চাপ অনেকটাই হালকা হবে এই জলপথের পরিক্রমায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *