আগামী বছর পুজোতেও কি ছুটি নষ্ট? কবে শুরু পুজো? জেনে নিন ২০২৫-এ শারদীয়ার নির্ঘণ্ট

Durga Puja Holiday Clash in 2025 কলকাতা: দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব৷ আর দুর্গা পুজো মানেই ছুটি৷ তবে এবছর পুজোয় ছুটি মার গিয়েছে৷ ২ অক্টোবর ছিল…

Durga Puja Holiday Clash in 2025

Durga Puja Holiday Clash in 2025

কলকাতা: দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব৷ আর দুর্গা পুজো মানেই ছুটি৷ তবে এবছর পুজোয় ছুটি মার গিয়েছে৷ ২ অক্টোবর ছিল মহালয়া৷ ফলে গান্ধীজয়ন্তীর ছুটিটা নষ্ট হয়েছে। আবার পুজো শেষ হচ্ছে শনি এবং রবিবার৷ ওই দুটো দিনও ছুটি নষ্ট৷ আগামী বছরেরও কিন্তু একই থাকবে ছবি৷ পুজোয় হবে ছুটি নষ্ট৷ (Durga Puja Holiday Clash in 2025)

শুরুতেই ছুটি মার Durga Puja Holiday Clash in 2025

আগামী বছর মহালয়া মানে পিতৃপক্ষের শেষ দিন ২১ সেপ্টেম্বর। ওই দিন রবিবার। আবার পুজোর শুরু বা মায়ের বোধনও পড়েছে রবিবার। ২০২৫ সালে ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী৷ অর্থাৎ ২ অক্টোবর পড়বে দশমী। মানে ওই দিন গান্ধীজয়ন্তীর ছুটিটা মিস৷

যদিও এর জন্য আরও একটা বছরের অপেক্ষা। পুজো ছুটি মার গেলও, আগামী বছর লক্ষ্মীপুজোয় ছুটি নষ্টের চিন্তা নেই। ২০২৫ সালের ৬ অক্টোবর সোমবার পড়েছে লক্ষ্মীপুজো। সপ্তাহের শুরুকেই হবে ধনদাত্রীর আরাধনা৷

 

Bengal: Durga Puja 2024 poses a holiday dilemma for Bengalis. Mahalaya on October 2 clashed with Gandhi Jayanti, and Puja ends on a weekend. Next year, expect similar issues with holidays. However, Lakshmi Puja in 2025 won’t face such clashes.