দুর্গাপুজোয় ৭০ হাজার টাকা অনুদান কেন? চ্যালেঞ্জ জানিয়ে মামলা হাই কোর্টে

কলকাতা: আর মাত্র এক মাসের অপেক্ষা৷ তারপরেই ঘরে আসবে উমা৷ রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। গত অগাস্ট মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারের বিভিন্ন দফতর ও পুজো কমিটিগুলির সঙ্গে প্রস্তুতি বৈঠক হয়৷ সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোর রাজ্যের ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা অনুদান দেওয়ার সরকারি ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়েই এবার নতুন আবেদন জমা পড়ল কলকাতা হাই কোর্টে৷
এর আগে রাজ্যের পুজো কমিটিগুলিকে যখন ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হত, তখনও এর বিরোধিতায় মামলা হয়েছিল৷ রাজ্য সরকারের সেই সিদ্ধান্তের বিরোধিতা করে হাই কোর্টে মামলা করেছিলেন সৌরভ দত্ত নামে জনৈক ব্যক্তি। এবছর ৭০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছে সরকার৷ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। পূর্ববর্তী জনস্বার্থ মামলার আবেদনের সঙ্গে এই মামলাকে সংযুক্ত করার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে মামলা অনুমোদনের অনুমতি দিয়েছে বেঞ্চ৷ চলতি সপ্তাহে হতে পারে শুনানি৷
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য করা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ শহরের নামী পুজোর উদ্বোধনেও দেখা যায় তাঁকে৷ কলকাতা-সহ রাজ্যের দুর্গাপুজোগুলির জন্য প্রথমে ২৫ হাজার টাকা অনুদান ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে। কোভিড পর্বে পুজো কমিটিগুলি যখন প্রবল সমস্যায় পড়েছিল তখন অনুদানের অর্থ বাড়িয়ে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। গত বছর অনুদানের পরিমাণ বাড়িয়ে ৬০ হাজার এবং চলতি বছর তা ৭০ হাজার করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ এর পাশাপাশি আরও কিছু সুযোগ সুবিধাও দেওয়া হবে পুজে কমিটিগুলিকে৷