durga puja
কলকাতা: আজ তৃতীয়া। অধিকাংশ বাংলার মানুষের যদিও বা ছুটি নেই এখনও। স্কুল-কলেজ, অফিস সবই খোলা। কিন্তু রাস্তায় ভিড় কিন্তু হচ্ছে কারণ অনেক পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে এবং তা সাধারণ দর্শকের জন্য খুলেও গিয়েছে। এছাড়া আছে পুজোর কেনাকাটা। বিকেলের পর থেকেই মূলত ভিড় বাড়ছে রাস্তায়। তাই পুলিশের চাপ বাড়ছে। ট্রাফিকের সঙ্গে সঙ্গে মানুষের ভিড় নিয়ন্ত্রণ করতে এখন থেকেই হিমশিম অবস্থা। পঞ্চমী-ষষ্ঠী থেকে কী যে হতে চলেছে তা আন্দাজ করাই যায়।
শহরের বিক্ষিপ্ত কিছু জায়গা শপিং করার আদর্শ। গড়িয়াহাট, ধর্মতলা, হাতিবাগানের মতো অঞ্চলে তাই দিনভর ভিড়। এছাড়া একাধিক শপিং মল লাগোয়া রাস্তাঘাটেও মানুষের ভিড় চোখে পড়ার মতো। তাই এই সব অঞ্চলে যানজট তীব্র। বিভিন্ন জায়গায় প্রতিদিনের সাধারণ রাস্তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ফলে গাড়ি নিয়ে যারা বেরচ্ছেন বা বাসে-ট্যাক্সিতে যারা বাড়ি ফিরছেন তারা অসুবিধার মধ্যে পড়ছেন। অফিস, স্কুল, কলেজের নিত্যযাত্রীরা কার্যত বিপাকে। গত রবিবার থেকে কলকাতার রাস্তায় ভিড় বাড়তে শুরু করেছে। এরপর তো পুজোর মধ্যে আরও মানুষের সমাগম হবে। তাই আগামী দিনের পরিস্থিতি নিয়ে আপাতত ভাবছে পুলিশ।
যদিও পুজোর মধ্যে বৃষ্টি হওয়ার একটা কিঞ্চিৎ সম্ভাবনা দেখা দিয়েছে। বলা হয়েছে নবমীর দিন থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়তে পারে বাংলায়। সেই প্রেক্ষিতে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টি হলেও হতে পারে। যদিও পুজোতে হালকা উত্তরে হাওয়ার অনুভূতি হবে বলেও আভাস দিয়েছে হাওয়া অফিস।