কলকাতা: ডানলপ উড়ালপুলে মেরামতির কাজ শেষ করে ৫ ফেব্রুয়ারির মধ্যে বি টি রোড দিয়ে আগের মতো স্বাভাবিক নিয়মে যান চলাচল করার কথা ছিল। মঙ্গলবার সেই সময়সীমা শেষ হচ্ছে। কিন্তু, এখনও মেরামতির কিছু কাজ বাকি রয়েছে। ফলে, বি টি রোড দিয়ে যান চলাচল স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগবে বলে পূর্ত দপ্তরের কর্তারা মনে করছেন।
কর্মকর্তাদের মতে, সামনের ১০ তারিখের মধ্যে বি টি রোড দখলমুক্ত করার বিষয়ে সবরকমের চেষ্টা চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে, বি টি রোড দিয়ে যান চলাচল করলেও ডানলপ উড়ালপুল দিয়ে এখনই কোনও যান চলাচল করার অনুমতি দেওয়া হবে না। কারণ, উড়ালপুলের আরও দুটি পয়েন্টে কিছু কাজ বাকি রয়েছে। সেই কাজ শেষ করার পরই উড়ালপুল দিয়ে যান চলাচল করার ছাড়পত্র দেওয়া হবে। ফলে, সাধারণ মানুষকে আরও কয়েকদিন ডানলপের যানজটে নাকাল হতে হবে।