কলকাতা: প্রয়াত জীববিদ্যার অধ্যাপক ও একাধিক জীববিদ্যা বইয়ের লেখক দুলাল চন্দ্র সাঁতরা। বয়স হয়েছিল ৭৪ বছর। তার বই এতটাই বহুল প্রচলিত ছিল যে ছাত্রছাত্রীদের কাছে জীবন বিজ্ঞানের বই মানেই ছিল দুলাল চন্দ্র সাঁতরা। সাঁতরা পাবলিকেশনস-এর আধিকারিকরা জানান, বুধবার সকালে বেলভিউ নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার অন্ত্যেষ্টিক্রিয়াও তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
১৯৪৭ সালের ২০ ডিসেম্বর বিদ্যাসাগরের জন্মভিটা বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন দুলাল চন্দ্র সাঁতরা। উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত তার পড়াশুনো মেদিনীপুরেই। এরপর সিটি কলেজ থেকে স্নাতক হন। স্নাতকোত্তর স্তরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন। এরপর শিক্ষকতা শুরু করেন তিনি। প্রথম চার বছরে স্কুলে পড়ান। শেষ তিনি মধ্যমগ্রাম হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন। ২৯ বছর শিক্ষকতার করার পর ২০০৫ সালে অবসর নেন দুলাল চন্দ্র সাঁতরা। তাঁর পড়ানোর ধরনে অন্। স্কুলের ছাত্রছাত্রীরাও তাঁর কাছে পড়তে চাইত। ফলে কোচিং সেন্টার শুরু করেন তিনি।
বন্ধুসুলভ এক পরিবেশ পড়াতেন তিনি। গল্প করে খুব সহজ উদাহরণ দিয়ে কোও বিষয় বোঝাতেন। তিনি বয়ঃসন্ধিকালে যৌন শিক্ষার প্রয়োজনীয়তা বুঝতেন৷ সেই সময় অনেকেই তা কল্পনাও করতে পারতেন না৷ ছ্ত্রছাত্রীদের সুবিধার্ধে এরপর বই লিখতে শুরু করেন তিনি। প্রান্তিক ও মৌলিক লাইব্রেরি এই দুই প্রকাশনা সংস্থার অধীনে অনেক বই লেখেন তিনি। ২০০১ সালে তিনি নিজস্ব প্রকাশনা সংস্থা ‘সাঁতরা পাবলিকেশন’ তৈরি করেন। শেষ জীবনেও শ্যামাচরণ দে স্ট্রিটের অফিস ঘরেই দিনের বেশিরভাগ সময় কাটাতেন তিনি।