BREAKING: রাজ্য সরকারের দুয়ারে রেশন বেআইনি! জানিয়ে দিল হাই কোর্ট

BREAKING: রাজ্য সরকারের দুয়ারে রেশন বেআইনি! জানিয়ে দিল হাই কোর্ট

bdf588a8f2fe314a8133c3785a8202c7

কলকাতা: একুশের নির্বাচনে জিতে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পরই দুয়ারে রেশন প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্য সরকারের এই প্রকল্প বেআইনি বলে ঘোষণা করল কলকাতা হাই কোর্ট৷ 

আরও পড়ুন- পুজোর মুখে বৃদ্ধি বঙ্গের কোভিড গ্রাফে, মৃত্যুও বাড়ল আজ

দুয়ারে সরকার প্রকল্পের আইনি বৈধতা নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে৷ সেই মামলায় বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্পকে বেআইনি বলে রায় দেয় আদালত। দুয়ারে প্রকল্প নিয়ে গত বছর অগাস্ট মাসে হাইকোর্টে মামলা করেছিল রেশন ডিলারদের একটা অংশ। তাঁদের দাবি ছিল, এ ভাবে মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া অসম্ভব। দিল্লিতেও বাংলার মতো কর্মসূচি শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু তাতে বাধ সাধে আদালত৷ অনুমতি না পেয়ে বন্ধ হয় প্রকল্প৷

এই প্রকল্প কেন্দ্রীয় আইনের পরিপন্থী বলে আদালতে আভিযোগ জানিয়েছিলেন ডিলাররা। কিন্তু, সেই সময়ে ডিলারদের আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা৷ এর পর সেই মামলা ডিভিশন বেঞ্চে যায়। এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চ ছিল মামলার শুনানি৷  দুয়ারে রেশনকে বেআইনি বলে রায় দেয় উচ্চ আদালত। বলা হয়, দুয়ারে রেশন প্রকল্প ২০১৩ সালের খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী৷ আইনের চোখে এর কোনও গ্রহণ যোগ্যতা নেই৷ হাই কোর্টের এই রায় রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা৷ 

মামলাকারী শেখ আবদুল মাজি বলেন, ‘রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প আদতে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের পরিপন্থী৷ সরকার গায়ের জোরে এই প্রকল্প চালাচ্ছিল। কখনও ডিলারদের ভয় দেখানো হয়েছে, কখনও জরিমানা করা হয়েছে৷ আজ এই প্রকল্পটাকেই বেআইনি ঘোষণা করেছে আদালত।”

প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটের আগে দলীয় ইস্তেহারে দুয়ারে রেশন প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, এবার থেকে আর দোকানে লম্বা লাইনে দাঁড়িয়ে রেশন নিতে হবে না৷ বরং রেশন পৌঁছে যাবে পাড়ায় পড়ায়৷ কিন্তু, ক্ষমতার আসার পর এই প্রকল্প চালু করতে গেলে পরিকাঠামো নিয়ে সমস্যা দেখা দেয়। বহু জায়গায় এই প্রকল্প সে ভাবে শুরু করাও সম্ভব হয়নি। অভিযোগ, এই পরিকল্পনা রূপায়ণ করতে গিয়ে হিমশিম খেতে হয় রেশন ডিলারদের৷ এ নিয়ে প্রথমে একটি মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টেই। কিন্তু আদালত সেই মামলা খারিজ করে দিলে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চে নতুন করে মামলা দায়ের করেন রেশন ডিলারদের একটি অংশ। সেই মামলাতেই বুধবার মমতা সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে বেআইনি ঘোষণা করা হল৷  যে সকল জায়গায় এই প্রকল্প শুরু হয়েছিল, সেখানেও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।