১০ হাজার ডিলার নিয়ে মঙ্গলেই শুরু দুয়ারে রেশন

১০ হাজার ডিলার নিয়ে মঙ্গলেই শুরু দুয়ারে রেশন

কলকাতা:  পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে আগামীকাল ১৬ নভেম্বর থেকেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে দুয়ারে রেশন প্রকল্প৷ প্রাথমিক ভাবে দশ হাজার রেশন ডিলারকে নিয়ে এই কাজ শুরু করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তবে ভৌগলিক কারণে দার্জিলিং, কালিম্পং এবং সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপাঞ্চলে এখনই এই প্রকল্প চালু করা হচ্ছে না৷ 

আরও পড়ুন- দলের সদস্যদের জন্য পেনশন শুরু করতে চলেছে সিপিএম! বাংলায় কবে

ইতিমধ্যেই খাদ্য ও বন্টন বিভাগ কাজ শুরু করে দিয়েছে। যদিও দুয়ারে রেশন নিয়ে বারবার আপত্তি তুলেছে ডিলারদের একাংশ। মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত৷ তবে ডিলারদের আবেদন নাকচ করে দিয়েছে আদালত। এবং অবশেষে রাজ্যে চালু হচ্ছে দুয়ারে রেশন৷ এদিকে, রেশন ডিলারদের জয়েন্ট ফোরামের পাল্টা প্রচার ‘দুয়ারে নয়, দোকানে রেশন’৷ তাঁদের বক্তব্য, সেপ্টেম্বর মাসে এই পাইলট  প্রজেক্টের ১৫  শতাংশ  চালু করা হয়েছিল, তাতে অংশ নিয়েছিলেন তাঁরা৷ সেই সময় নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাঁদের৷ দেখা গিয়েছে অনেকেই বাড়িতে রেশন নিতে আগ্রহী নন৷ 

এই দিকে বিভিন্ন রকম সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে চলতি বছরে আরও এক দফায় দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছে। রাজ্যের প্রতিটি জেলার সমস্ত ব্লকে এক মাস ধরে চলা এই শিবিরে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রুপশ্রী, লক্ষীর ভান্ডারের মত বিভিন্ন প্রকল্পে আবেদন করার সুবিধা মিলবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *