বাঁকুড়া: সোমবার বাঁকুড়ার খাতড়ায় সরকারি জনসভা থেকে ‘দুয়ারে দুয়ারে সরকার’ প্রকল্পের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে মানুষের অভাব অভিযোগ মেটাতে প্রতি জেলার ব্লকে ব্লকে ক্যাম্প করবেন প্রশাসন। সেখানে এসে সাধারণ জনতা জানাবেন তারা সরকারী প্রকল্পগুলি কী কী সুবিধা পাননি৷ যারা সুবিধা পাওয়ার অধিকারী তাদের তা মিটিয়ে দিতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
এদিন মুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের সুবিধা থেকে কেউ বঞ্চিত থাকলে এবার তার কাছে পৌঁছবেন সরকারি আধিকারিকরা। এই প্রকল্পের নাম ‘দুয়ারে দুয়ারে সরকার’। এই প্রকল্পের অধীনে পয়লা ডিসেম্বর থেকে আগামী ৩০ জানুয়ারি গান্ধীজির মৃত্যুদিন পর্যন্ত প্রতিটি ব্লকে ক্যাম্প করবেন প্রশাসনিক আধিকারিকরা। সেখানে সাধারণ মানুষ গিয়ে তার দাবিদাওয়া জানাতে পারেন। মমতা বলেন, যারা স্কলারশিপ পাওয়ার অধিকারী তাদের ১০০ শতাংশকেই দেওয়া হবে স্কলারশিপ৷ পয়লা ডিসেম্বর থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত খোলা রাখতে হবে ক্যাম্প। ক্যাম্প চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। ভোটার তালিকা সংশোধনের সঙ্গে এই কাজেও মনোযোগী হতে হবে সরকারি কর্মীদের।
মুখ্যমন্ত্রী এরপর কেন্দ্রকে নিশানা করে বলেন, লক্ষ লক্ষ বেকার তৈরি করে কেন্দ্র৷ কেন্দ্র কোন প্রকল্প তৈরি করে তাতে বেশ কিছু মানুষকে ৬ মাসের জন্য চাকরি দেয় তারপর প্রকল্পও উঠে যায়, লক্ষ লক্ষ মানুষ বেকারও হয়ে যায়৷ এরপরই স্বরাষ্ট্রমন্ত্রীর দলিত বা তপশিলী জাতির বাড়িতে মধাহ্নভোজনকে নিয়ে কটাক্ষ করেন মমতা৷ তিনি বলেন, আমি কেন্দ্রীয় মন্ত্রীদের মতো নই যারা হোটেল থেকে বাসমতি চালের ভাত রান্না করে নিয়ে বসে লোক দেখানো খায়৷ ওটা মানুষ বোঝে এখন৷ যে সবই লোক দেখানো৷