DSO কর্মীদের সঙ্গে বচসা পুলিশের, হুলস্থুলকাণ্ড শহরে

DSO কর্মীদের সঙ্গে বচসা পুলিশের, হুলস্থুলকাণ্ড শহরে

কলকাতা: ২৬ জুলাই স্কুল, কলেজ খোলার দাবিতে বাঁকুড়াতে ডিএসও কর্মীরা বিক্ষোভ করলে তাদেরকে আটক করে পুলিশ। শেষ পর্যন্ত তাদের জেল হেফাজত হয়। এর প্রতিবাদে আজ সুবোধ মল্লিক স্কয়ার থেকে কলেজ স্কুয়ের পর্যন্ত ওই কর্মীদের মুক্তির দাবি নিয়ে বিক্ষোভ দেখানো হয়। তবে এই বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর। মহিলা ডিএসও সদস্যদের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ, এমন অভিযোগ ওঠে। যার হলেও পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

আরও পড়ুন- বাংলাতেও চালু ‘এক দেশ, এক রেশন কার্ড’, কারা পাবেন সুবিধা?

আজ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত ডিএসও কর্মীরা মিছিল করে বিক্ষোভ দেখায়। পরে রাস্তা অবরোধ করলে পুলিশের সঙ্গে সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। শেষ পর্যন্ত তাদেরকে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। যদিও ডিএসও-এর কর্মীদের দাবি, রাজ্যের প্রশাসন বেআইনিভাবে তাদের কর্মীদের গ্রেফতার করেছে। মুক্তি না দিলে এর প্রতিবাদে আগামী দিনেও তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ডিএসও-এর রাজ্য সভাপতি শামসুল আলম জানাচ্ছেন, করোনা পরিস্থিতির কারণে অনেকের আর্থিক সমস্যা হয়েছে। সেই কারণেই, সমস্ত স্তরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ফি মকুব করতে হবে এই দাবি তুলছিলেন তাঁরা। রেজাল্ট বিভ্রাট নিয়ে অবরোধ করার সময় বাঁকুড়ায় তাঁদের ১১ জল কর্মীকে বেআইনিভাবে গ্রেফতার করা হলে, তারা তার প্রতিবাদ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 12 =