ওষুধের গুণগত মান ঠিক নয়! সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্যের

ওষুধের গুণগত মান ঠিক নয়! সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্যের

814eab546004c52deb573b757166ccdc

কলকাতা: করোনা ভাইরাস আতঙ্কের মাঝে ভুয়ো ভ্যাকসিন নিয়ে হইচই শুরু হয়েছিল। এখন আবার ওষুধের মান নিয়ে কার্যত বিতর্ক। সরকারি হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানের বেশ কিছু ওষুধের গুণগত মান ঠিক নয়, এমনই অভিযোগ উঠেছে! এই অভিযোগের ভিত্তিতেই এবার কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্য ড্রাগ কন্ট্রোল একাধিক ওষুধ সংস্থাকে শো-কজ করেছে বলে জানা গিয়েছে। অভিযোগ এসেছে যে, রাজ্যের বেশ কয়েকটি জেলার হাসপাতাল স্টোরের ওষুধ একেবারেই ভাল মানের নয়। 

রাজ্যের একাধিক সরকারি হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানের ওষুধ নিয়ে পরীক্ষা করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এই পরীক্ষার পরেই তারা মনে করছে যে, বেশ কিছু সংস্থার ওষুধের গুণগত মান যথাযথ নয়। এরপরেই এই নিয়ে কঠোর সিদ্ধান্ত নেয় তারা। শো-কজ করা হয় সেই সব ওষুধ সংস্থাকে। জানা গিয়েছে, কলকাতা মেডিকেল কলেজ, হাজরা চিত্তরঞ্জন সেবা সদন সহ উত্তরবঙ্গের একাধিক ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সব পরীক্ষা করার পরেই এই তথ্য সামনে এসেছে। যা ফলেই এই কড়া পদক্ষেপ। 

আরও পড়ুন- রাজ্যপালের সঙ্গে ‘ঘনিষ্ঠ যোগ’? গ্রেফতার দেবাঞ্জনের দেহরক্ষী

জাল ভ্যাকসিন নিয়ে এখনও আতঙ্ক কাটেনি রাজ্যের মানুষের। বিশেষ করে কলকাতায়। সেই ভ্যাকসিন কাণ্ডের মূল অভিযুক্ত আপাতত জেলবন্দি। কিন্তু এরই মধ্যে আবার জীবন দায়ী ওষুধ নিয়ে এমন তথ্য সামনে আসায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *