Aajbikel

মুখ্য তথ্য কমিশনার হিসাবে মুখ্যমন্ত্রীর পছন্দ প্রাক্তন ডিজি, রাজ্যপাল 'রাজি' হবেন কি

 | 
cv_mama

কলকাতা: রাজ্যের প্রাক্তন ডিজি বীরেন্দ্রকে মুখ্য তথ্য কমিশনার পদে বসানোর ভাবনা নেওয়া হয়েছে রাজ্যের তরফে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যে বৈঠক হয়েছিল তাতেই এই নাম ঠিক হয়। যদিও সেই বৈঠকে নিয়ম অনুযায়ী রাজ্যের বিরোধী দলনেতার থাকার কথা ছিল, কিন্তু শুভেন্দু অধিকারী থাকেননি। তাও এখন প্রশ্ন, প্রাক্তন ডিজি বীরেন্দ্র আদৌ পদে বসতে পারবেন কিনা। কারণ, নিয়ম অনুযায়ী চূড়ান্ত অনুমোদন দেবেন রাজ্যপাল। এবার যদি সিভি আনন্দ বোস রাজি না হন? 

আরও পড়ুন- আত্মঘাতী চাকরিপ্রার্থী, CBI তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি মান্থা, আরও কড়া আদালত

প্রোটোকল অনুযায়ী, রাজ্যের মুখ্য তথ্য কমিশনার নিয়োগের জন্য মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং পরিষদীয় মন্ত্রীকে বৈঠক করতে হয়। সেই প্রোটোকল মেনেই এই বৈঠক নির্ধারিত হয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারী টুইট করে দাবি করেন, কে ওই পদে বসবেন তা নাকি আগে থেকেই ঠিক করা আছে। তাই এই বৈঠকেই আদতে কোনও দরকার নেই। তিনি বৈঠকে যোগও দেননি। কিন্তু তারপরেও নাম ঠিক করতে কোনও বাধা ছিল না। তবে এখন হতে পারে। যদি রাজ্যপাল রাজ্যের সঙ্গে একমত না হন। বিশেষজ্ঞদের একাংশ মনে করছে, রাজ্যপাল যদি এই ইস্যুতে অমত প্রকাশ করেন তাহলে আবার রাজ্য-রাজ্যপাল সংঘাত সৃষ্টি হওয়া অবস্মভাবী। 

আসলে নতুন রাজ্যপাল নিয়োগ হওয়ার সময় থেকে কিছু দিন রাজ্যের সঙ্গে সিভি আনন্দ বোসের সম্পর্ক মসৃণ পথেই এগোচ্ছিল। কিন্তু গত কয়েক দিনে রাজভবন ও নবান্নের সম্পর্ক অন্য দিকে মোড় নিয়েছে। তাই প্রশাসনিক মহলের সংশয়, সিভি আনন্দ বোস সহজে হয়তো বীরেন্দ্রর নাম মেনে নাও নিতে পারেন। না নিলেই ভিন্ন চিত্র ধরা পড়বে। 

Around The Web

Trending News

You May like