জোড়া নিম্নচাপের ভ্রুকুটি! পুজো নিয়ে দুশ্চিন্তা যাচ্ছেই না বাংলার

জোড়া নিম্নচাপের ভ্রুকুটি! পুজো নিয়ে দুশ্চিন্তা যাচ্ছেই না বাংলার

double depression

কলকাতা: দুর্গা পুজোয় দুর্যোগের কোনও সম্ভাবনা নেই৷ বরং বেশ মনোরম আবহাওয়াতেই হবে মাতৃ বন্দনা৷ স্পষ্টভাবে আবহাওয়া দফতর এমন কথা জানানোর পরও দুশ্চিন্তা যাচ্ছে না বাংলার মানুষের। কারণ ইতিমধ্যেই আবার জোড়া নিম্নচাপের খবর এসে গিয়েছে। একটি বঙ্গোপসাগরে, অন্যটি আরব সাগরে। হাওয়া অফিস মারফত এই খবর চলে আসার ফলে বঙ্গবাসী স্বাভাবিকভাবেই চাপের মধ্যে। পুজোর সময়ে আদৌ কি পরিষ্কার আকাশ থাকবে? এই প্রশ্নের উত্তরটাই যেন এখন ধাঁধার মতো। 

সম্প্রতি হাওয়া অফিস থেকে জানা গিয়েছিল, ষষ্ঠী থেকে অষ্টমী, রোদ ঝলমলে থাকাবে আকাশ। শুধু তাই নয়, খুব জলদিই পশ্চিমবঙ্গ ও ওড়িশা থেকে বিদায় পর্ব শুরু হবে বর্ষার৷ পাশাপাশি পুজোর সময়ে হালকা উত্তুরে হওয়ার ছোঁয়া মিলবেও বলে আভাস দেওয়া হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়েই জোড়া নিম্নচাপের খবর। তবে আশার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। আজ্ঞে হ্যাঁ, বলা হয়েছে নিম্নচাপের কোনও প্রভাবই পড়বে না রাজ্যে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হবে, সেটি ক্রমশ এগিয়ে যাবে অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ুর দিকে। আর দ্বিতীয় নিম্নচাপটি তৈরি হচ্ছে আরব সাগরে। ফলে তা নিয়ে বঙ্গবাসীর ভাবনার কোনও দরকার নেই। তাই মূলত পুজোর সময় বাংলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। 

এক কথায়, পুজোর সময়ে বাংলায় বৃষ্টির ‘ব’ দেখা যাবে না। বাতাস শুকনোই থাকবে, বরং কমবে ভ্যাপসা গরম। এছাড়া উত্তর পশ্চিম দিক থেকে বাংলায় ঠাণ্ডা ও শুকনো হাওয়া প্রবেশ করবে। তবে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। তবে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। সোম, মঙ্গলবার থেকে একেবারে ঝকঝকে হয়ে যাবে উত্তরবঙ্গের আবহাওয়া।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + sixteen =