কলকাতা: শিক্ষা এবং চাকরির দাবিতে আজ নবান্ন অভিযানের সিদ্ধান্ত নিয়েছে দশটি বাম সংগঠন। সেই নবান্ন অভিযান ঘিরে এদিন ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে শহরে। অভিযান শুরু হওয়ার আগেই ব্যাপক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় যার ফলে গ্রেফতার করা হয় ১০ জন বাম সমর্থককে। এবার রণক্ষেত্রের চেহারা নিল ডোরিনা ক্রসিং এলাকা। পুলিশি ব্যারিকেড ভাঙ্গার অভিযোগ উঠছে এবং সমর্থকদের বিরুদ্ধে। অন্যদিকে, পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ থেকে শুরু করে কাঁদানে গ্যাস ছোড়ে পাল্টা অভিযোগ করছে আন্দোলনকারীরা।
জানা গিয়েছে, বামেদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডোরিনা ক্রসিংয়ে। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। পাশাপাশি খবর মিলছে, ইট বৃষ্টি থেকে শুরু করে ব্যারিকেড ভাঙার মতো ঘটনা ঘটে গিয়েছি সেখানে। একই সঙ্গে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান চালিয়েছে বলে অভিযোগ উঠছে। বামেদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, আজকের এই নবান্ন অভিযান এর কথা কমপক্ষে দেড় মাস আগে ঘোষণা করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কর্মসূচির ব্যাপারে কোনরকম সাহায্য করেনি কলকাতা পুলিশ। উল্টে এখন অভিযান সফল করার জন্য বাম কর্মী এবং সমর্থকদের ওপর লাঠিচার্জ থেকে শুরু করে কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে।
এদিন অভিযান শুরুর আগেই দশটি বামযুব সংগঠনের কয়েকজন নবান্নের ভিতরে ঢোকার চেষ্টা করেন। স্লোগান দিতে দিতে নবান্নের উত্তর দিকের গেট দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে তাঁদের পথ আটকায় পুলিশ৷ দ্রুত তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়৷ এদিন সকাল থেকেই মিছিল আটকাতে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে৷ প্রসঙ্গত, ‘হাল ফেরাও, লাল ফেরাও’ স্লোগান তুলে কর্মসংস্থান, শিক্ষা-সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে এই নবান্ন অভিযানের ডাক দিয়েছে ১০টি বাম ছাত্র-যুব সংগঠন।