কলকাতা: একুশের বিধানসভার আগে রাজ্যে প্রচারে আসা বিজেপি নেতাদের একাধিক বহিরাগত বলে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার সেই স্লোগানই যেন বুমেরাং হয়ে তাঁর দিকে ধেয়ে এসেছে৷ নন্দীগ্রামে তিনি বহিরাগত বলে সুর চড়িয়েছেন বিজেপি নেতারা৷ এদিন ‘বহিরাগত’ আক্রমণের কড়া জবাব দিলেন তিনি৷
আরও পড়ুন- পকেটে টাকা গুঁজে দিয়ে রাজনীতি করি না! নন্দীগ্রামে মমতা
এদিন সুর চড়িয়ে তিনি বললেন, ‘‘ আমাকে বহিরাগত বলছে৷ আমি বাংলার লোক হয়ে বাইরের লোক হয়ে গেলাম? আর তুমি দিল্লির লোক হয়ে বহিরাগত হলে না? যাঁরা গুজরাত থেকে আসছেন, রাজস্থান থেকে আসছেন, তাঁরা বাংলার লোক হয়ে গেল? তোমার বাড়ি মেদিনীপুর, আমার বাড়ি বীরভূম৷ তফাৎ শুধু এইটুকু৷ আমি বহিরাগত হলে বাংলার মুখ্যমন্ত্রী হওয়া উচিত ছিল না৷ বহিরাগত কোনও দিন মুখ্যমন্ত্রী হতে পারে? প্রশ্ন তাঁর৷
বিজেপি’র বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘‘যাঁরা হিন্দু-মুসলমান করছেন, তাঁদের বলে রাখি আমিও হিন্দু ঘরের মেয়ে। আমার সঙ্গে হিন্দু কার্ড খেলতে যাবেন না। হিন্দু ধর্মের আদর্শ মানুষকে ভালবাসা। বিবেকানন্দ হিন্দুধর্ম শিখিয়েছেন৷ সংখ্যালঘুদেরও মসজিদ রয়েছে, দরগা রয়েছে, খ্রিস্টানদের গির্জা রয়েছে। আমি সকালে চণ্ডীপাঠ করে বাড়ি থেকে বেরোই। আমার সঙ্গে হিন্দুধর্ম নিয়ে প্রতিযোগিতা করতে বলবেন৷’’
আরও পড়ুন- যদি মনে করেন, আমার দাঁড়ানো উচিত নয়, মনোনয়ন জমা দেব না: মমতা
মমতা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, আমার সঙ্গে ধর্ম নিয়ে নামবেন? ধর্ম নিয়ে খেলবেন? খেলা হবে? মুখস্ত করে এসে বুলি আওড়ান। এখানে হাসপাতাল গড়েছি, রাঙাহাট তৈরি করেছি, স্বর্ণময়ী কলেজ করেছি, শহিদ বেদী, কিসান মাণ্ডি, ৭০০ কোটি টাকার জল প্রকল্পের কাজ চলছে। তা ছাড়াও হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামকে ব্রিজ তৈরি করে জুড়ে দেব৷ একইসঙ্গে তিনি আরও বলেন, ‘এমন কিছু বলবেন না, যা কটূ শোনায়। আমিও অনেক কিছু জানি, কিন্তু বলি না। সিপিএম-এর অনেককে বিজেপি নিয়ে এসেছে।’