আমাকে প্রণাম করবেন না, পার্টি অফিসে পোস্টার তৃণমূলী মন্ত্রীর

আমাকে প্রণাম করবেন না, পার্টি অফিসে পোস্টার তৃণমূলী মন্ত্রীর

5f771ae339d30cbbb80b0d33a58919c2

বোলপুর: প্রকাশ্য মঞ্চে কৃষিমন্ত্রীকে মাথা নিচু করে প্রণাম করছেন উর্দি পরা এক পুলিশকর্মী। এই ঘটনায় তীব্র সমালোচনা মুখে মন্ত্রী। অবশেষে করলেন নয়া পদক্ষেপ। দলীয় কার্যালয়ের বাইরে সাঁটলেন 'অনুগ্রহ করে কেউ প্রণাম করবেন না' পোস্টার।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ রামপুরহাট থানা এলাকায় বীরভূম জেলা পুলিশের উদ্যোগে রক্তদান ও মরণোত্তর অঙ্গদান বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৬ ফেব্রুয়ারি সেই মঞ্চেই দেখা যায়, উর্দি পরা এক পুলিশকর্মী মাথা ঝুঁকে প্রণাম করছেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের দাবি, উর্দি পরা ওই পুলিশকর্মীর নাম রঞ্জন দত্ত।

রামপুরহাট থানার এএসআই তিনি। ওই পুলিশকর্মীর মাথা নিচু করে প্রণাম করার দৃশ্য নেটদুনিয়ায় ভাইরাল হলে নেটিজেনদের একাংশ ঘটনাটির তীব্র নিন্দা করেন। এই পরিস্থিতিতে 'বেদনা' থেকেই তিনি রামপুরহাট দলীয় কার্যালয়ের বাইরে 'অনুগ্রহ করে কেউ প্রণাম করবেন না' পোস্টার লাগানোর সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এই পদক্ষেপকে কটাক্ষ করেছেন বিরোধীরা। বীরভূমের বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, 'আশিসবাবু অফিসে লাগিয়েছেন 'অনুগ্রহ করে কেউ প্রণাম করবেন না' পোস্টার। সেই পুলিশকর্মী নিজের পদোন্নতি বা ঘনিষ্ঠ হওয়ায় ইচ্ছেতে এই কাজটা করেছিলেন। তার দায় এসে পড়েছিল আশিসবাবুর ওপর। সেই কারণেই আমার মনে হয়, প্রলেপ দেওয়ার জন্য তিনি এই কাজটা করেছেন।'

অন্যদিকে কংগ্রেস বিধায়ক মিলটন রশিদ বলেন, 'পার্টি অফিসে তো কোনও পুলিশ যাবে না। পার্টি অফিসে তো কোনও জেলাশাসক যাবেন না। পার্টি অফিসে যাঁরা যাবেন, তাঁরা আশিসবাবুর সহকর্মী। কেউ আশিসবাবুর ছোট, কেউ বড়। পার্টি অফিসের বাইরে 'অনুগ্রহ করে কেউ প্রণাম করবেন না' পোস্টার! আমাদের আশিসবাবু সস্তা রাজনীতির মাধ্যমে বাজিমাত করার চেষ্টা করছেন।' যদিও এই বিষয়ে মুখ খুলেছেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমি তো প্রথমে শিক্ষক। সারাজীবন, আপনারাও জানেন যে, শিক্ষকতাই আমার মূলধন। আমি প্রথমে শিক্ষক। তারপর বিধায়ক। যখন একটি ছাত্র আমাকে দেখে, সে হয়তো ভুলে গিয়েছিল, আমাকে প্রণাম করতে গিয়েছিল একটা মঞ্চে। সে পুলিশ। আমি তাকে প্রণাম করতে দিইনি। ধরে নিয়েছি।' তবে কেন তিনি এই ধরনের পদক্ষেপ করলেন, তার স্বপক্ষে বলেছেন, যেভাবে বিষয়টি প্রচার করা হয়েছে, তাতে তাঁর অস্বস্তি হয়েছে। এতকিছু হয়ে যাবে, বুঝতে পারেননি তিনি। অগত্যা পোস্টার দিয়েই জনসাধারণের উদ্দেশে প্রণাম করায় নিষেধাজ্ঞা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *