লকডাউনে স্বচ্ছ গঙ্গা, আপন মনে খেলছে লুপ্তপ্রায় শুশুকের দল

লকডাউনে স্বচ্ছ গঙ্গা, আপন মনে খেলছে লুপ্তপ্রায় শুশুকের দল

কলকাতা: করোনা রুখতে দীর্ঘ লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্র ও রাজ্য সরকার৷ গৃহবন্দি জনতা৷ থেমেছে কালকারখানার যন্ত্র৷ গঙ্গায় মিশছে না বিষ৷ উড়ছে না কালো ধোঁয়া৷ দীর্ঘ লকডাউন পর্যবে জনতা যখন গৃহবন্দি, টিক তখনই স্বচ্ছ গঙ্গা, অজয় নদেআপন মনে খেলে বেরাচ্ছে লুপ্তপ্রায় শুশুকের দল৷

লকডাউনের জেরে দূষণ এক ধাক্কায় বেশ খানিকটা কমে গিয়েছে৷ নদীর জলের ধারা এখন স্বচ্ছ৷ নদী ফিরে পেয়েছে তার আপন রূপ৷ স্বচ্ছ গঙ্গায় দেখা মিলছে হারিয়ে যাওয়া শুশুকদের৷ স্বচ্ছ গঙ্গা ও অজয়ে ফের লুপ্তপ্রায় শুশুকের দল দেখে খুশি পরিবেশকর্মীরা৷

লকডাউন ঘোষণার পর গঙ্গা ও অজয় নদ থেকে বালি তোলা থেকে শুরু করে ছোট ছোট কারখানা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে৷ আর তার জেরে নদীতে পড়ছে না বর্জ্য৷ গঙ্গায় নৌকা থেকে স্টিমার, লঞ্চ চলাচলও বন্ধ৷ ফলে গঙ্গায় দূষণ বহুগুণ কমে গিয়েছে৷ গঙ্গায় বইছে স্বচ্ছ জল৷ আর সেই স্বচ্ছ জলের মধ্যে আপন মনে খেলছে লুপ্তপ্রায় শুশুকের দল৷

গঙ্গার এমন রূপ দেখে স্থানীয়রা  স্তব্ধ৷ কোনওদিন গঙ্গার জল এতটা স্বচ্ছ আগে তাঁরা দেখিনি বলে স্বীকার করে নিচ্ছেন৷ ছোট ছোট গাঙ্গেয় জীব দেখা যাচ্ছে৷ গাঙ্গেয় শুশুকের দেখা মিলছে৷ দূষণ কমে যাওয়ায় কারণে জলে অক্সিজেনের মাত্রা বেড়ে যাওয়ায়  প্রাণ ফিরে পেয়েছে গাঙ্গেয় জীবরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =