কলকাতা: দুধের দাম বৃদ্ধির খবর ওড়াল মাদার ডেয়ারি কর্তৃপক্ষ৷ সোমবার সংবাদমাধ্যমে মাদার ডেয়ারি কর্তৃপক্ষের তরফে জানানো হয়, কোনও রকম দাম বৃদ্ধি করা হয়নি৷ দাম নিয়ে বাজারে বিভ্রান্তি ছড়িয়েছে৷ লিটার প্রতি চার টাকার দাম বৃদ্ধির খবর পুরোটাই গুজব বলে উড়িয়ে দেন মাদার ডেয়ারির ম্যানেজিং ডিরেক্ট সুস্মিতা মুখোপাধ্যায়৷ বলেন, ‘‘আগে যা দাম ছিল তাই রয়েছে৷ কেউ যদি অতিরিক্ত দাম চান, তা আমরা খতিয়ে দেখব৷ বিভ্রান্তি কেন ছড়াল, তা আমরা গুরুত্ব দিয়ে দেখছি৷’’
সোমবার সকালে বাংলা সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়৷ তাতে বলা হয়, লিটার প্রতি ৪ টাকা বাড়ছে মাদার ডেয়ারির দুধের দাম৷ অপরিবর্তিত থাকছে হরিণঘাটা দুধের দাম৷ খবর প্রকাশ হতেই রাজ্যজুড়ে চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়৷ পরে, বিভ্রান্তি কাটাতে মাঠে নামে মাদার ডেয়ারি কর্তৃপক্ষ৷ সাফ জানিয়ে দেওয়া হয়, দুধের কোনও দাম পরিবর্তন করা হয়নি৷
এদিন খবর রটে, মাদার ডেয়ারির ক্রিম মিল্কের দামও বাড়ছে৷ আন্তর্জাতিক বাজারে এসএমপি মাখনের দাম বেড়ে গিয়েছে৷ এছাড়াও অন্যান্য কাঁচামালের দামও বেড়ে যাওয়ায় দুধের দাম বৃদ্ধির জন্য রাজ্যের মিল্ক কমিশনের কাছে এই সংস্থাগুলি আবেদন করেছিল৷ সেই আবেদনের ভিত্তিতে দাম বাড়ানোর ক্ষেত্রে ছাড়পত্র মেনে বলে রাজ্যজুড়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে৷