‘নাও অর নেভার’, কর্মবিরতি থেকে সরছেন না চিকিৎসকরা, কাজে এল না সুপ্রিম অনুরোধ

কলকাতা: আরজি করে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা৷ এর জেরে ব্যপক প্রভাব পড়েছে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে৷…

RG kar new

কলকাতা: আরজি করে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা৷ এর জেরে ব্যপক প্রভাব পড়েছে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে৷ অসহায় অবস্থা রোগীর পরিবারের৷ মঙ্গলবার ছিল সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলার প্রথম শুনানি৷ কর্ম বিরতি প্রত্যাহার করে চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছিল শীর্ষ আদালত৷ কিন্তু, সেই অনুরোধে কাজ হল না৷ সুবিচার না মেলা পর্যন্ত তাঁরা কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরছেন না বলে জানিয়ে দিলেন চিকিৎসকেরা। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেজিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে সাফ জানানো হয়েছে, ‘ইটস নাও অর নেভার।’ অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রক যতক্ষণ না চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করছে, ততক্ষণ কর্মবিরতিও উঠবে না৷

 

আরজি কর কাণ্ডে সব দোষীদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকেরা। শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গে নয়, সাড়া দেশজুড়ে বিক্ষোভে ফেটে পড়েছেন চিকিৎসক মহল৷ টানা কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা৷