৪ মাসের কুহেলির মৃত্যুতে চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল

কলকাতা: ২০১৭ সালে গাফিলতির জেরে কুহেলি চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল মেডিকেল কাউন্সিল৷ অভিযুক্ত তিন চিকিৎসকের মধ্যে এক জনের ডাক্তারি করার বৈধতা বাতিল করা হয়েছে৷ জানা গিয়েছে, কুহেলি চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় লাগাতার হাজিরা না দেওয়ার ঘটনায় এক চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে৷ তিন চিকিৎসককে অব্যাহতি মেডিকেল কাউন্সিল৷ কুহেলি চক্রবর্তীর মৃত্যুতে তিন বছরের

৪ মাসের কুহেলির মৃত্যুতে চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল

কলকাতা: ২০১৭ সালে গাফিলতির জেরে কুহেলি চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল মেডিকেল কাউন্সিল৷ অভিযুক্ত তিন চিকিৎসকের মধ্যে এক জনের ডাক্তারি করার বৈধতা বাতিল করা হয়েছে৷

জানা গিয়েছে, কুহেলি চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় লাগাতার হাজিরা না দেওয়ার ঘটনায় এক চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে৷ তিন চিকিৎসককে অব্যাহতি মেডিকেল কাউন্সিল৷ কুহেলি চক্রবর্তীর মৃত্যুতে তিন বছরের জন্য রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷

জানা গিয়েছে, ২০১৭ সালের ১৪ এপ্রিল চার মাসের কুহেলিকে ইএসআই হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করানো হয়৷ পরে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে কোলোনোস্কোপি করানো হয়৷ অভিযোগ, কোলোনোস্কোপি করানোর সময় অ্যাপোলো হাসপাতালে কুহেলির মৃত্যু হয়৷ চার মাসের শিশুর পিছনে হাসপাতালের গাফিলতির অভিযোগ দায়ের করেন চক্রবর্তী দম্পত্তি৷ চিকিৎসকদের গাফিলতির অভিযোগ উড়িয়ে দেয় অ্যাপোলো৷ এরপর শুরু হয় আইনি লড়াই৷ পরিবারের তরফে ওই বছর ৫ জুন স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানান সন্তানহারা পিতা অভিজিৎ চক্রবর্তী৷ অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মেডিক্যাল কাউন্সিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 12 =